টস জিত ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারে ২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজাকে আউট করেন মহম্মদ সিরাজ ও ডেভিড ওয়ার্নারকে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেন মহম্মদ শামি। সেখান থেকে দলের রাশ কিছুটা ধরার চেষ্টা করেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে নেয় স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে জুটি। লাঞ্চ পর্যন্ত অজিদের স্কোর ছিল ৭৬ রানে ২ উইকেট।
advertisement
লাঞ্চের পর অস্ট্রেলিয়াকে একের পর এক ধাক্কা দেন চোট সারিয়ে দলে ফেরা রবীন্দ্র জাদেজা। প্রথমে ৪৯ রানে লাবুশানেকে সাজঘরে ফেরান জাড্ডু। এরপর ম্যাট রেনশঁ প্রথম বলেই শিকার হন জাদেজার। ব্যক্তিগত ৩৭ রান করে স্মিথও আউট হন জাদেজার বলে। এরপরই ম্যাচের রাশ পুরোপুরি হাতে নিয়ে নেয় ভারত। অ্যালেক্স ক্যারে ও পিটার হ্যান্ডসকম্ব লড়াই দেওয়ার চেষ্টা করে। তবে ৩৬ রান করে অশ্বিনের শিকার হন হ্যান্ডসকম্ব। অজি অধিনায়ককে ৬ রানে আউট করেন অশ্বিন। এরপর টড মারফিও খাতা না খুলেই জাদেজার চতুর্থ শিকার হন। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৪ রানে ৮ উইকেট। চা বিরতির পরই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩১ রানে জাদেজার পঞ্চম শিকার হন হ্যান্ডসকম্ব ও ১ রান করে অশ্বিনের বলে আউট হন বোল্যান্ড। ভারতে হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন জাদেজা। এছাড়া ৩টি উইকেট নিয়েছে অশ্বিন ও একটি করে উইকেট নিয়েছেন শামি ও সিরাজ।
আরও পড়ুনঃ IND vs AUS 1st Test: নাগপুরে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন, পেছনে ফেললেন কুম্বলে-কপিলদের
১৭৭ রান প্রথম ইনিংলে তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএ রাহুল। ভারত অধিনায়ক এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। একের পর এক মারকাটারি শট খেলেন। অপরদিকে, ঠান্ডা মাথায় ব্যাট করেন কেএল রাহুল। রোহি-রাহুল জুটি অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। নিজের হাফ সেঞ্চুরি পূর করেন রোহিত শর্মা। প্রথম দিনের খেলা শেষের আগে উইকেট হারায় ভারত। ২০ রান করে টড মারফির বলে আউট হন রাহুল। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৭। ৫৬ রানে রোহিত শর্মা ও খাতা না খুলে ক্রিজে রয়েছেন নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন।