টস জিত ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অজিরা। প্রথম ৩ ওভার ২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ১ রান মহম্মদ সিরাজের বলে এলবিডব্লুউ হন উসমান খোয়াজা। ডেভিড ওয়ার্নারও ১ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হন। পরপর ২টি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অজি ব্রিগেড। সেখান থেকে ফের একবার দলের ত্রাতার ভূমিকায় ইনিংসের রাশ কিছুটা ধরেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে।
advertisement
দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মিলে ঠান্ডা মাথায় দলের ইনিংস গড়তে থাকেন। লাবুশানে একটু আক্রমণাত্মক ব্যাটিং করলেও অপরদিক থেকে উইকেট আঁকড়ে পড়ে থাকেন স্মিথ। বেশ কিছু অনবদ্য শটও মারেন দুই মিডিল অর্ডার ব্যাটার। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে নেয় স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে জুটি। লাঞ্চ পর্যন্ত অজিদের স্কোর ছিল ৭৬ রানে ২ উইকেট। ৪৭ রানে অপরাজিত রয়েছেন মার্নাস লাবুশানে ও ১৯ রানে অপরাজিত স্টিভ স্মিথ।
লাঞ্চের পর অস্ট্রেলিয়াকে একের পর এক ধাক্কা দেন চোট সারিয়ে দলে ফেরা রবীন্দ্র জাদেজা। প্রথমে ৪৯ রানে লাবুশানেকে সাজঘরে ফেরান জাড্ডু। এরপর ম্যাট রেনশঁ প্রথম বলেই শিকার হন জাদেজার। ব্যক্তিগত ৩৭ রান করে স্মিথও আউট হন জাদেজার বলে। এরপরই ম্যাচের রাশ পুরোপুরি হাতে নিয়ে নেয় ভারত। অ্যালেক্স ক্যারে ও পিটার হ্যান্ডসকম্ব লড়াই দেওয়ার চেষ্টা করে। তবে ৩৬ রান করে অশ্বিনের শিকার হন হ্যান্ডসকম্ব। অজি অধিনায়ককে ৬ রানে আউট করেন অশ্বিন। এরপর টড মারফিও খাতা না খুলেই জাদেজার চতুর্থ শিকার হন। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৪ রানে ৮ উইকেট। ২৯ রানে অপরাজিত রয়েছে পিটার হ্যান্ডসকম্ব ও ০ রানে ক্রিজে রয়েছেন ন্যাথান লায়ন।