ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বার্বাডোজের স্লো উইকেটে ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা ৮, বিরাট কোহলি ২৪ ও ঋষভ পন্থ ২০, শিবম দুবে ১০ রান করে আউট হন। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া জুটি। ক্রিজে টিকে থাকার পাশাপাশি প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই তারকা।
advertisement
সর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া মিলে ৬০ রানের পার্টনারশিপ করেন। তাদের ব্যাটে ভর করেই ১৫০ রানের গণ্ডি টপকায় ভারত। নিজের হাফ সেঞ্চুরি করেন স্কাই। ২৮ বলে ৫৩ রান করে আউট হন সূর্য। হার্দিক করে ২৪ বলে ৩২ রান। জাদেজা করেন ৭ রান। শেষেক দিকে ৬ বলে ১২ রানের কার্যকরী ইনিংস খেলে শেষ বলে রান আউট হন অক্ষর প্যাটেল। ২ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত।
১৮২ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, গুলবদিন নইব, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি কেউই এদিন ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি। অজমতউল্লাহ ওমরজাইয়ের ২৬ রানের ইনিংস ছাড়া কোনও আফগান ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
বড় কোনও পার্টনারশিপ গড়ে না ওঠায় আফগানিস্তান ইনিংসে শুরু থেকেই জাঁকিয়ে বসে ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৩ করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। এছাড়া ২টি উইকেট পান কুলদীপ যাদব। একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।