নিউজিল্যান্ডে ভারত পাঁচটি ওয়ান ডে-র পাশাপাশি ৩টি টি২০ ম্যাচও খেলবেন বিরাটরা ৷ তবে সিরিজ শুরুর আগেই অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় দলের জন্য সুখবর ৷ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ধরে রাখল ভারত ৷
পাশাপাশি ব্যাটসম্যানদের র্যাঙ্ক তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর সংগ্রহে মোট ৯২২ পয়েন্ট ৷ দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে কিং কোহলি ৷ ভারতীয় দলের সংগ্রহে মোট ১১৬ পয়েন্ট ৷ ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন চেতেশ্বর পূজারা ৷ ৩ নম্বরে রয়েছেন তিনি ৷ ঋষভ পন্থও ঢুকে পড়েছেন প্রথম ২০ জনের তালিকায় ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 21, 2019 9:33 PM IST
