রোহিত-কোহলির এই আকস্মিক অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই। তিনি বলেন, “এটা খুবই আশ্চর্যজনক ছিল, কারণ এমন কিংবদন্তিদের আপনি মাঠে থেকেই অবসর নিতে দেখতে চান। তারা যা ভারতের জন্য করেছেন, তার কোনো তুলনা হয় না।” বিষ্ণোই মনে করেন, বিদায়ী ম্যাচ ছাড়া এমনভাবে অবসর নেওয়া এই দুই তারকার মর্যাদার সঙ্গে মানানসই নয়।
advertisement
বিষ্ণোই আশা করেন, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সময় হয়তো রোহিত ও কোহলি উপযুক্ত বিদায় পাবেন। তিনি বলেন, “অবসর নেওয়ার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, কিন্তু আপনি চাইবেন তারা যেন একটা ভালো বিদায় পায়। মাঠ থেকে সরে যাওয়ার সময় যেন কোটি ভক্ত তাদের সংবর্ধনা দিতে পারে।”
আরও পড়ুনঃ বাজেটে বাড়ান মাত্র ১০ থেকে ২০ টাকা! তাহলেই পেট্রল পাম্পে তেল ভরতে গিয়ে ঠকবেন না কখনও
বর্তমানে দু’জনেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সফর হতে পারে তাদের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়। এমন গুঞ্জন শোনা গেলেও, তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। রোহিত ইতিমধ্যেই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। কোহলিও লন্ডনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।