TRENDING:

ফিফা র‍্যাঙ্কিং-এ আরও এগোল ভারত !

Last Updated:

সদ্য প্রকাশিত ফিফা ক্রম তালিকায় ১২৯ নম্বরে উঠে এলেন সুনীল ছেত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আই লিগের শুরুতেই ভারতীয় ফুটবলের জন্য সুখবর। সদ্য প্রকাশিত ফিফা ক্রম তালিকায় ১২৯ নম্বরে উঠে এলেন সুনীল ছেত্রীরা। এএফসি-র তালিকায় সবার আগে রয়েছে ইরাক। ইরাকের স্থান ২৯। গত কয়েক বছরে ফিফা তালিকায় ক্রমশ পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভাল পারফরম্যান্সের পর স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে নিয়ে নতুন আশা তৈরি হয়েছে।
advertisement

এদিকে অ্যাওয়ে ম্যাচ খেলতে পুণে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। শিবাজিয়ান্সয়ের বিরুদ্ধে প্লাজা-রবিনদের নিয়ে পুরো পয়েন্টই তুলে নিতে চাইছেন লাল-হলুদ কোচ মর্গ্যান। আইজল ম্যাচে ধাক্কা খেতে হয়েছে। শনিবার পুণেতে কি ঘুরে দাঁড়াতে পারবে মর্গ্যানের দল? আশা-আশঙ্কায় পেন্ডুলামের মতো দুলছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্লাজা-মেহতাবদের নিয়ে বৃহস্পতিবারই পুণে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের আগেরদিন বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে দল। প্রথম ম্যাচে ৫ মিডফিল্ডার ও এক স্ট্রাইকারে দল সাজিয়েছিলেন মর্গ্যান। অচেনা স্ট্র্যাটেজিতে চেনা যায়নি ইস্টবেঙ্গলকে। এবার তাই ৪-৪-২ ছকে দল সাজাতে চাইছেন ব্রিটিশ কোচ। দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে ৬ পয়েন্ট চাইছেন লাল-হলুদ বস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওয়েডসনকে উইংয়ে খেলিয়ে আক্রমনে প্লাজা আর রবিনকে জুড়ে দিতে চান মরগ্যান। স্টপারে উগান্ডার স্টপার বুকেনিয়া শুরু থেকেই খেলবেন। এদিকে শুক্রবারই কলকাতায় চলে আসছেন লাল-হলুদের চতুর্থ বিদেশি আমিরভ।

বাংলা খবর/ খবর/খেলা/
ফিফা র‍্যাঙ্কিং-এ আরও এগোল ভারত !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল