এদিকে অ্যাওয়ে ম্যাচ খেলতে পুণে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। শিবাজিয়ান্সয়ের বিরুদ্ধে প্লাজা-রবিনদের নিয়ে পুরো পয়েন্টই তুলে নিতে চাইছেন লাল-হলুদ কোচ মর্গ্যান। আইজল ম্যাচে ধাক্কা খেতে হয়েছে। শনিবার পুণেতে কি ঘুরে দাঁড়াতে পারবে মর্গ্যানের দল? আশা-আশঙ্কায় পেন্ডুলামের মতো দুলছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্লাজা-মেহতাবদের নিয়ে বৃহস্পতিবারই পুণে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের আগেরদিন বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে দল। প্রথম ম্যাচে ৫ মিডফিল্ডার ও এক স্ট্রাইকারে দল সাজিয়েছিলেন মর্গ্যান। অচেনা স্ট্র্যাটেজিতে চেনা যায়নি ইস্টবেঙ্গলকে। এবার তাই ৪-৪-২ ছকে দল সাজাতে চাইছেন ব্রিটিশ কোচ। দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে ৬ পয়েন্ট চাইছেন লাল-হলুদ বস।
advertisement
ওয়েডসনকে উইংয়ে খেলিয়ে আক্রমনে প্লাজা আর রবিনকে জুড়ে দিতে চান মরগ্যান। স্টপারে উগান্ডার স্টপার বুকেনিয়া শুরু থেকেই খেলবেন। এদিকে শুক্রবারই কলকাতায় চলে আসছেন লাল-হলুদের চতুর্থ বিদেশি আমিরভ।