TRENDING:

IND vs IRE: বুমরাহর কামব্যাক ম্যাচে ২ উইকেট, ১১ মাস পর নীল জার্সিতে ফিরে ছন্দেই আছেন বুম বুম

Last Updated:

আজ দুটি উইকেট পেলেন বটে, আরও পেতেই পারতেন ভাগ্য সঙ্গে থাকলে। গতি তুললেন ১৪০

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আয়ারল্যান্ড – ১৩৯/৭
৩২৭ দিন পর ফিরে ভারতের জার্সিতে উইকেট বুমরাহর
৩২৭ দিন পর ফিরে ভারতের জার্সিতে উইকেট বুমরাহর
advertisement

ডাবলিন: প্রায় এক বছর পর জাতীয় দলের নীল জার্সিতে আজ ছিল তার কাম ব্যাক মঞ্চ। জসপ্রীত বুমরাহ কতটা কি করতে পারেন তাই নিয়েছিল সন্দেহ। অনুশীলনে বল করা আর ম্যাচে বল করা আলাদা। সে প্রতিপক্ষ যতই দুর্বল আয়ারল্যান্ড হোক। কিন্তু চ্যাম্পিয়নরা একটু অন্যরকম হন। আবার প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ। অ্যান্ডি ব্যালবর্নি এবং টাকারকে যেভাবে বোল্ড এবং ক্যাচ আউট করলেন তাতে প্রমাণিত তার রিকভারি সঠিক হয়েছে।

advertisement

যদিও এবছর একদিনের বিশ্বকাপে তার আসল কামব্যাক হবে, তার আগে রয়েছে এশিয়া কাপ। তবুও এই আয়ারল্যান্ড সিরিজ টি-টোয়েন্টি ম্যাচ এবং চার ওভার করে বল করাও কাজের কাজ হবে। হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে। একজন ফাস্ট বোলার এর কাছে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যত বল করা যাবে তত ছন্দ ফিরে পাওয়া যাবে।

advertisement

তবে এদিন শুধু বুমরাহ নন, যথেষ্ট ভালো বল করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম দু ওভার বল করেই দুটো উইকেট তুলে নিলেন। বেশ ভালো গতিতে বল করলেন। আসলে ভারত এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ক্রিকেটারদের দেখে নিতে চাইছে। তার জন্য দরকার ম্যাচ প্র্যাকটিস। আর এই আয়ারল্যান্ড সিরিজ সেই ম্যাচ প্র্যাকটিসের অঙ্গ।

advertisement

পাশাপাশি বলতে হয় আজ ভারতের জার্সিতে প্রথম অভিষেক ঘটে গেল রিঙ্কু সিংয়ের। ১০ ওভার পরে আয়ারল্যান্ডের রান ছিল ৫৭/৫। সুতরাং তাদের ব্যাটিং নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন ছিল না। কার্টিস ক্যাম্পার এবং ম্যাকার্থি কিছুটা লড়াই করলেন আয়ারল্যান্ডের হয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বুমরাহ আজ দুটি উইকেট পেলেন বটে, আরও পেতেই পারতেন ভাগ্য সঙ্গে থাকলে। গতি তুললেন ১৪০। সঙ্গে মিশালেন স্লোয়ার। ইয়র্কার করার চেষ্টা করলেন। সব মিলিয়ে এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুরন্ত পারফরমেন্স বলা না গেলেও বুমরাহ বুঝিয়ে দিলেন তিনি ধীরে ধীরে তৈরি হচ্ছেন। চার ওভারে হাত ঘুরিয়ে দিলেন ২৪ রান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs IRE: বুমরাহর কামব্যাক ম্যাচে ২ উইকেট, ১১ মাস পর নীল জার্সিতে ফিরে ছন্দেই আছেন বুম বুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল