ইডেন সাজিয়ে তোলার কাজ শুরু করেছে সিএবি। বদলে যাচ্ছে বিসিরায় ক্লাব হাউসের অন্দরের চেহারা। গ্যালারির একাংশে বসবে নতুন আচ্ছাদন। রংয়ের পোচ পড়েছে প্রেস বক্স, মিডিয়া সেন্টারেও। ওয়ান ডে বিশ্বকাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ইডেনে। তার মধ্যে ভারত-পাকিস্তানের মতো মেগা লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে। আসলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বহুদিন বন্ধ।
advertisement
আরও পড়ুন - পুরোনো রোগ ছাড়ছে না ইস্টবেঙ্গলকে! প্রথমার্ধে এগিয়ে থেকে ফের হার জামশেদপুর ম্যাচে
আইসিসি বা এসিসি’র টুর্নামেন্ট হলে তবেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। তাছাড়া ভারত সফরে পাক ক্রিকেটারদের নিরাপত্তা একটি বড় ইস্যু। গুজরাত, মুম্বইয়ের মতো শহরে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে এই ম্যাচের জন্য ইডেন অনেক নিরাপদ বলে মত বোর্ড কর্তাদের। অতীতে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে ক্রিকেটের নন্দনকাননে।
তাৎপর্যপূর্ণ হল, পাক ক্রিকেটাররাও কলকাতায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সব কিছু ঠিক থাকলে, আগামী নভেম্বরে বিরাট কোহলির সঙ্গে শাহিন আফ্রিদির ডুয়েল দেখার সুযোগ পেতে পারেন শহরের ক্রিকেট অনুরাগীরা। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ব্যাপারে সিএবি কর্তারা আশাবাদী। পাশাপাশি একটি সেমি-ফাইনাল কিংবা উদ্বোধনী ম্যাচও হতে পারে কলকাতায়।
তবে ফাইনাল যে গুজরাতের মোতেরায় হবে, সেটা কার্যত নিশ্চিত। বেঙ্গালুরু, চেন্নাইও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বোর্ডের কাছে দাবি করেছে। তবে বিশ্বকাপের সূচি এখনও তৈরি হয়নি। শেষ মুহূর্তে অনেক কিছু বদলাতে পারে। ইডেনে অবশ্য ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্লা একটু বেশি ভারি।
কিন্তু শেষবার কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির অসাধারণ ইনিংসে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার যদি ভারত পাকিস্তান একদিনের ম্যাচ ইডেনে হয়, কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য তার চেয়ে ভাল খবর কিছু হতে পারে না।