সচিন তেন্ডুলকর থেকে ভিভ । অ্যালান বর্ডার থেকে ইমরান খান। প্রাক্তনদের বাজি একটাই। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটাই ফেভারিট। তা-হল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে। বছর শুরুর অস্ট্রেলিয়া থেকে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ছুটছে মাহির দলের অশ্বমেধের ঘোড়া। একটা পুণে ম্যাচ বাদ দিলে গত এগারোটি ম্যাচে দশটিতে জয়। এই পরিসংখ্যান হাতে নিয়ে মঙ্গলবার বোর্ড প্রেসিডেন্টের শহর নাগপুরে বিশ্বকাপে নামছেন ধোনি। ইতিমধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে দলকে দেখে নিয়েছেন মাহি। স্বস্তি চোট সারিয়ে মহম্মদ সামির ফিরে আসা। জমাট ব্যাটিং লাইন-আপ সঙ্গে আশিস নেহরার নেতৃত্বে বোলিং সাপোর্ট। এটাই ধোনির দলের ইউএসপি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাইনাল অনেক দূর। কলকাতায় এই দাবি করেছিলেন অধিনায়ক। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বেশ সর্তক গোটা দল। এই পরিস্থিতিতে আরও একটা পরিসংখ্যানও মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। তা-হল, এখনও পর্যন্ত ঘরের মাঠে এই ফর্ম্যাটে কোনও দেশ বিশ্বকাপ জেতেনি। পারবে কী ফেভারিট ভারত সেই মিথ ভাঙতে ? অপেক্ষায় নাগপুর সঙ্গে গোটা দেশ।
advertisement