TRENDING:

Paris Olympics 2024: তিরন্দাজিতে হার দীপিকাদের, শুটিংয়ে ফাইনালে অর্জুন-রোমিতা এগোলেন নিখাত, মনিকা, সিন্ধু, প্রণয়

Last Updated:

Paris Olympics 2024: অলিম্পিক্সের দ্বিতীয় দিনে মনু ভাকেরের হাত ধরে খাতা খুলল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে ভারতীয় খেলোয়ারদের মধ্যে কেউ হতাশ করলেন, কেউ একধাপ এগোলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: অলিম্পিক্সের দ্বিতীয় দিনে মনু ভাকেরের হাত ধরে খাতা খুলল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে ভারতীয় খেলোয়ারদের মধ্যে কেউ হতাশ করলেন, কেউ একধাপ এগোলেন। মহিলাদের দলগত বিভাগের তিরন্দাজিতে হেরে বিদায় নিল ভারত, আবার হতাশ করলেন দীপিকা কুমারিরা।
অলিম্পিক্স ২০২৪-এর দ্বিতীয় দিন।
অলিম্পিক্স ২০২৪-এর দ্বিতীয় দিন।
advertisement

অলিম্পিক্সে শুরুটা ভালই করলেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন। মহিলাদের ৫০ কেজি বিভাগে জার্মান প্রতিদ্বন্দ্বী ম্যাক্সি ক্লোয়েটজারকে ৫-০ পয়েন্টে হারিয়ে শেষ ১৬-তে উঠলেন তিনি।

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত, শুটিংয়ে পদক জিতলেন মনু ভাকের‍

মহিলাদের টেবিল টেনিসে ব্রিটেনের প্রতিযোগী অ্যানা হার্সেকে ৪-১ সেটে হারিয়ে পরের রাউন্ডে গেলেন মনিকা বাত্রা। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন মনিকা। প্রথম ৩টি সেট টানা জেতেন, চতুর্থ সেটে হার মানলেও পঞ্চম সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতেন মনিকা।

advertisement

আরও পড়ুন: ব্যর্থ রিচা ঘোষ, স্মৃতি মন্ধনার লড়াই, এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার ভারতের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গেলসে ফতিমাথ রেজ্জাককে ২-০ সেটে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করলেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। পুরুষদের ব্যাডমিন্টনেও জয় দিয়ে শুরু করলেন এইচএস প্রণয়। জার্মান শাটলার ফ্যাবিয়ান রথকে স্ট্রেট সেটে হারালেন প্রণয়। ব্যাডমিন্টনে সিন্ধু এবং প্রণয়ের হাত ধরে পদকের স্বপ্ন দেখছে ভারত। সেই সঙ্গে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা। পাশাপাশি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন রোমিতা জিন্দাল। ফাইনালে দুই শুটারই পদক জয়ের লক্ষ্যে নামবেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: তিরন্দাজিতে হার দীপিকাদের, শুটিংয়ে ফাইনালে অর্জুন-রোমিতা এগোলেন নিখাত, মনিকা, সিন্ধু, প্রণয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল