TRENDING:

India House Announcement: প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করছে রিলায়েন্স ফাউন্ডেশন, ভারতীয় কৃষ্টি-সংস্কৃতি দেখবে গোটা বিশ্ব

Last Updated:

India House Announcement: প্যারিস অলিম্পিকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করল রিলায়েন্স ফাউন্ডেশন। প্রযুক্তির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইঃ প্যারিস অলিম্পিকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করল রিলায়েন্স ফাউন্ডেশন। প্রযুক্তির মাধ্যমে এখানে তুলে ধরা হবে দেশের সমৃদ্ধ সংস্কৃতি, খেলাধূলার ঐতিহ্য এবং ভারতের অতীত, বর্তমান এবং রোমাঞ্চকর ভবিষ্যতের কথা।
‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করছে রিলায়েন্স ফাউন্ডেশন
‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করছে রিলায়েন্স ফাউন্ডেশন
advertisement

Reliance Foundation India House Olympics Mrs. Nita M. Ambani

প্যারিসের ঐতিহ্যবাহী পার্ক ‘দে লা ভিলেজে’ তৈরি করা হয়েছে এই ইন্ডিয়া হাউজ। পার্কে ইন্ডিয়া হাউজ ছাড়াও নেদারল্যান্ড, কানাডা, ব্রাজিল, ফ্রান্স সহ মোট ১৪টি দেশের কান্ট্রি হাউজ রয়েছে। জানানো হয়েছে, বিশ্বের নামকরা ক্রীড়াবিদ, বিশিষ্ট ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীদের ইন্ডিয়া হাউজের দরজা সবসময় খোলা থাকবে।

advertisement

Logo – India House

আরও পড়ুনঃ সেমিফাইনালের আগে সুখবর! শীঘ্রই শক্তি আরও বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

ইন্ডিয়া হাউজ থেকেই ভারতের প্রতিভা, সম্ভাবনা এবং উচ্চাকাঙ্খার আভাস পাবে বিশ্ব। সংস্কৃতি থেকে শুরু করে শিল্প, খেলাধুলা থেকে শুরু করে যোগব্যায়াম, হস্তশিল্প, সঙ্গীত এবং চিরাচরিত ভারতীয় খাবার মিলবে এখানে।

advertisement

ইন্ডিয়া হাউসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে আইওসি-র সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন, “প্যারিস অলিম্পিক গেমসের আসরে প্রথমবার ইন্ডিয়া হাউজের ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত বোধ করছি। গত বছর ভারতে আইওসি-র অধিবেশন আমাদের অলিম্পিক যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। আমরা ক্রীড়াবিদদের জয় উদযাপন করব। আমাদের গল্প ভাগ করে নেব এবং বিশ্বকে রাঙিয়ে তুলব ভারতীয়তার রঙে”।

advertisement

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা বলেন, “রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে তৈরি ইন্ডিয়া হাউজ প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদ ও অনুরাগীদের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। গোটা বিশ্ব ভারত সম্পর্কে জানার সুযোগ পাবে। আমি এই উদ্যোগ এবং ভারতীয় অলিম্পিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইওসি সদস্য নীতা আম্বানিকে ধন্যবাদ জানাতে চাই”।

advertisement

অলিম্পিক গেমসে কান্ট্রি হাউজ তৈরি করে ‘সফট পাওয়ার’ দেখানোই রেওয়াজ। এতদিন এমনটাই করে আসছে বিভিন্ন দেশ। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের নাম। ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও ঐতিহ্যময় চিত্র তুলে ধরার পাশাপাশি বাড়ি থেকে বহু দূরে থাকা ভারতীয় ক্রীড়াবিদদের কাছে ইন্ডিয়া হাউজ প্যারিসের বুকে নিজের বাড়ি হয়ে উঠতে চলেছে।

আইওএ-র মহাসচিব রাজীব মেহতা বলেন, “ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্বের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নীতা আম্বানিকে ধন্যবাদ জানাই। ভারতীয় ক্রীড়াকে সমর্থন এবং অলিম্পিক আন্দোলনে যোগদানের মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের অনুপ্রাণিত করার জন্যও তাঁকে অনেক ধন্যবাদ”।

আরও পড়ুনঃ বিরাট কোহলিকে নিয়ে বড় খবর! সেমিফাইনালে বদলে যাবে ভারতীয় দল, আসছে নতুন তারকা

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

ইন্ডিয়া হাউজে ভারতীয় ক্রীড়াবিদদের জয়গাথা এবং পদকের প্রদর্শনী থাকবে। ক্রীড়া অনুরাগীদের জন্য আয়োজন করা হবে ওয়াচ পার্টির। এর ফিড দেবে Viacom 18। ইন্ডিয়া হাউজের আরও তথ্য মিলবে ইন্ডিয়া হাউজ ওয়েবসাইট, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে।

বাংলা খবর/ খবর/খেলা/
India House Announcement: প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করছে রিলায়েন্স ফাউন্ডেশন, ভারতীয় কৃষ্টি-সংস্কৃতি দেখবে গোটা বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল