৬২ মিনিটে বাঁদিক থেকে মহেশের ক্রসে সুনীল ছেত্রী বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি। ৯১ তম আন্তর্জাতিক গোল হয়ে গেল সুনীলের। এরপরেই রোহিত কুমার এবং উদানতকে তুলে নিয়ে ভারত নামায় জিকসন এবং চাংতেকে। ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল ভারতের। সহল সুনীলকে বল বাড়ালে শট পোস্টে লেগে প্রতিহত হয়। কিন্তু পুরোপুরি ক্লিয়ার হওয়ার আগে মহেশ বুদ্ধি করে হেডে জালে জড়িয়ে দেন।
advertisement
এদিন দুরন্ত ফুটবল খেললেন ইস্টবেঙ্গলের এই তারকা। ক্রমশ ভারতীয় দলে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তিনি। থাপা প্রচুর পরিশ্রম করলেন মাঝখানে। খেলার মধ্যে একটা সময় মাথা গরম করে রাহুল ভেকে নেপালি ডিফেন্ডারের সঙ্গে মারপিটে জড়ালেন। তবে মারপিট বেশি দূর এগোয়নি। সব মিলিয়ে ভারত দশ মিনিটের একটা স্পেলে ম্যাচটা জিতে নিল।
সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল তারা। লাল কার্ড দেখার কারণে দিন ছিলেন না ভারতের কোচ ইগর। দায়িত্ব সামলালেন মহেশ গাউলি। সেকেন্ড হাফে ভারত অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল উপহার দিল। নেপাল আক্রমণ করে গেছে শেষ পর্যন্ত।
কিন্তু ভারতের ডিফেন্ডাররা বিশেষ ভুল না করায় গোল হজম করতে হয়নি ভারতকে।গ্রুপের শেষ ম্যাচ কুয়েতের বিরুদ্ধে খেলবে ভারত। ম্যাচটা অবশ্যই জিততে চাইবে তারা। মধ্যপ্রাচ্যের দল অনেক বেশি কঠিন প্রতিপক্ষ। তবুও ওই ম্যাচটা ভারতের কাছে এখন শুধু নিয়ম রক্ষার।