বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২০৪ রানে ৬ উইকেট। যশস্বী, গিল, রাহুল, জুরেল, জাদেজারা যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে করুন নায়ার লড়াকু ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেছিলেন। তার সঙ্গে ছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় এই জুটির উপর ভরসা করেই লড়াই করার স্বপ্ন দেখেছিল ভারতীয় ফ্যানেরাষ কিন্তু তা বাস্তবায়িত হল না।
advertisement
দ্বিতীয় দিনে দলের ২১৮ রানের মাথায় আউট হন করুণ নায়ার। ব্যক্তিগত ৫৭ রানে জশ টাংয়ের বলে এলবিডব্লুউ আউট হন নায়ার। সেট নায়ার ফিরতেই বেশি সময় ক্রিজে দাঁড়াতে পারেননি ওয়াশিংটন সুন্দর। তিনি আটকিনসনের শিকার হন। শেষ দুটি উইকেটে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা খাতাই খুলতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণাকে আউট করে নিজের ফাইফার পূরণ করেন আটকিনসন।
আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলে বিরল ঘটনা! একদিনে ৩ বার বদলেছে স্টেশনের নাম! বলুন তো দেখি কোন স্টেশন
৬৯.৪ ওভার ব্যাট করে ২২৪ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। করুণ নায়ার ছাড়া একমাত্র সাই সুদর্শন ৩৮ রানের ভদ্রস্থ ইনিংস খেলেন। ওভালের সবুজ উইকেটে অন্য ব্য়াটাররা কার্যত অসহায় আত্মসমর্পণ করেন। সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট ডু অর ডাই ভারতের কাছে। ফলে ম্যাচে ফিরতে হলে এখন যাবতীয় দায়িত্ব ভারতীয় বোলারদের হাতে।