সূর্যকুমার যাদব এবং আবেশ খান অন্য দুজন ছিলেন যাঁরা আবেশ খানের নামের জার্সিই পরেছিলেন৷ এছাড়া অর্শদীপ সিং নিজেও নিজের নামের জার্সি পরেছিলেন৷ কিন্তু এই কাণ্ড কেন করা হয়েছিল তার কারণ অবশ্য খোলসা করা হয়নি৷ কিন্তু গত সিরিজে এই ধরণের কাণ্ড দেখা গিয়েছিল৷ দীপক হুড্ডা ওয়ানডে সিরিজের দরুণ প্রসিদ্ধা কৃ্ষ্ণাকে এই রকম জার্সি পরতে দেখা গিয়েছিল৷ কিন্তু নামটা একটা টেপ দিয়ে আটকে রাখা হয়ছিল৷ তখন হুড্ডাও কৃষ্ণার জার্সি পরেছিল৷
advertisement
আরও পড়ুন - প্রসব যন্ত্রণায় কাতর প্রেগন্যান্ট মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি ডাক্তার-নার্সদের, মৃত সন্তান প্রসব
কিন্তু এরকম কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠলেও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না৷ তবে ভবিষ্যতে এরকম সমস্যা হবে না এমনটাই আশা করা হচ্ছে৷
সেন্ট কিটসে টিম কিট আসতে দেরি হচ্ছে
ভারত বনাম ওয়েস্টইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি -র শুরুর আগে ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে দলের জিনিস আসতে দেরি হয়েছিল৷ তারপর খেলা শুরু হতেও তিন ঘণ্টা দেরি হয়েছিল৷ ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে জয় পেয়েছে৷ সিরিজ এই মুহূর্তে ১-১ হয়ে রয়েছে৷ দ্বিতীয় খেলার আগে ম্যাচ দেরির কারণে তৃতীয় গেমে রিকভারির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল৷ ক্রিকেট ওয়েস্টইন্ডিজ আগেই সময় কনফার্ম করেছিল৷