TRENDING:

Ind vs WI: ভারতীয় দলের এ কী হাল! এক অর্শদীপ সিংয়ের জার্সিতে তিনজন, কারণ নিয়ে মুখে কুলুপ

Last Updated:

কিন্তু এরকম কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠলেও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না৷ তবে ভবিষ্যতে এরকম সমস্যা হবে না এমনটাই আশা করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেন্ট কিটস:  ভারত বনাম ওয়েস্টইন্ডিজের মধ্যে সেন্ট কিটসে ওয়ার্নার পার্কে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে হারতে হয়েছে৷ এই ম্যাচ দারুণ রোমাঞ্চকর ছিল৷ কিন্তু ম্যাচের দরুণ ফ্যানদের নজর কাড়ল তা হল এক ভারতীয় ক্রিকেটারের জার্সি৷ এই জার্সি ছিল অর্শদীপ সিং-র জার্সি৷ ভারতীয় দল তিন তিন জন ক্রিকেটার অর্শদীপ সিং-র নামের জার্সি পরেছিলেন৷ এতে প্রচুর অসুবিধা হয়েছিল৷ কেউ কেউ বুঝতে পারছিলেন না কোনটা আসল অর্শদীপ সিং৷
ind vs wi: three players wear arshdeep singh's jersey
ind vs wi: three players wear arshdeep singh's jersey
advertisement

সূর্যকুমার যাদব এবং আবেশ খান অন্য দুজন ছিলেন যাঁরা আবেশ খানের নামের জার্সিই পরেছিলেন৷ এছাড়া অর্শদীপ সিং নিজেও নিজের নামের জার্সি পরেছিলেন৷ কিন্তু এই কাণ্ড কেন করা হয়েছিল তার কারণ অবশ্য খোলসা করা হয়নি৷  কিন্তু গত সিরিজে এই ধরণের কাণ্ড দেখা গিয়েছিল৷ দীপক হুড্ডা ওয়ানডে সিরিজের দরুণ প্রসিদ্ধা কৃ্ষ্ণাকে এই রকম জার্সি পরতে দেখা গিয়েছিল৷ কিন্তু নামটা একটা টেপ দিয়ে আটকে রাখা হয়ছিল৷ তখন হুড্ডাও কৃষ্ণার জার্সি পরেছিল৷

advertisement

আরও পড়ুন - প্রসব যন্ত্রণায় কাতর প্রেগন্যান্ট মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি ডাক্তার-নার্সদের, মৃত সন্তান প্রসব

কিন্তু এরকম কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠলেও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না৷ তবে ভবিষ্যতে এরকম সমস্যা হবে না এমনটাই আশা করা হচ্ছে৷

সেন্ট কিটসে টিম কিট আসতে দেরি হচ্ছে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

ভারত বনাম ওয়েস্টইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি -র শুরুর আগে ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে দলের জিনিস আসতে দেরি হয়েছিল৷ তারপর খেলা শুরু হতেও তিন ঘণ্টা দেরি হয়েছিল৷ ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে জয় পেয়েছে৷ সিরিজ এই মুহূর্তে ১-১ হয়ে রয়েছে৷ দ্বিতীয় খেলার আগে ম্যাচ দেরির কারণে তৃতীয় গেমে রিকভারির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল৷ ক্রিকেট ওয়েস্টইন্ডিজ আগেই সময় কনফার্ম করেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: ভারতীয় দলের এ কী হাল! এক অর্শদীপ সিংয়ের জার্সিতে তিনজন, কারণ নিয়ে মুখে কুলুপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল