টাইমস অফ ইন্ডিয়া-র এক রিপোর্ট অনুযায়ি বিসিসিআই এখন শাহরুখ (Shahrukh Khan) এবং সাই কিশোর স্ট্যান্ডবাই প্লেয়ারের ভূমিকায় শামিল হয়েছেন৷ রিপোর্ট অনুযায়ি বিসিসিআই দেশে করোনা ভাইরাসর তৃতীয় ঢেউ চলছে৷ তাই এই দুই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে৷ বোর্ড সূত্র জানিয়েছে তারা কোনও ঝুঁকি নিতে চায় না৷ এছাড়া সাই কিশোর নেটে ভালো বোলিং করেছেন৷
advertisement
আরও পড়ুন - Hot Photo: সাদা মাখন শরীরে আঁটোসাঁটো পোশাক, গ্রেট গ্র্যান্ড মস্তির নায়িকার ফটো তুমুল ভাইরাল
তামিলনাড়ুর রনজি ট্রফির (Ranji Trophy) জন্য নতুন ক্রিকেটারকে বাছতে হবে৷ খান, কিশোরর আগেই ওয়াশিংটন সুন্দর টিম ইন্ডিয়ার অংশ হয়ে রয়েছেন৷ তাঁকে ১৮ সদস্যের দলে রাখা হয়েছে৷ রণজি ট্রফি ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস (Coronavirus) তৃতীয় ঢেউয়ের সামনে দিশেহারা হয়ে যায়৷ ফলে ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে দুই পর্বে হবে করোনা ভাইরাস৷ লিগের পর আলাদাভাবে হবে দ্বিতীয় পর্ব৷ এবারের লিগ পর্বে ৩৮ দল অংশ নেবে৷
আরও পড়ুন - Viral Video: মাঠে Eng vs Aus , গ্যালারিতে স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি মিচেল স্টার্ক
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ওয়ান ডে সিরিজের ফিক্সচার (Fixture)
৬ ফেব্রুয়ারি - প্রথম ওয়ানডে, আহমেদাবাদ
৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ওয়ানডে, আহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি -তৃতীয় ওয়ানডে, আহমেদাবাদ
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল - রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, রতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) টি টোয়েন্টি (T20) সিরিজ ক্রীড়াসূচি (Ind vs WI fixture)
১৬ ফেব্রুয়ারি - প্রথম টি টোয়েন্টি , কলকাতা
১৮ ফেব্রুয়ারি- দ্বিতীয় টি টোয়ন্টি, কলকাতা
২০ ফেব্রুয়ারি- তৃতীয় টি টোয়েন্টি, কলকাতা
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া- রোহিত শর্মা, কেএল রাহুল, ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, অকসর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল