আরও পড়ুন - IND vs WI ODI: অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ হোল্ডার এবং ফেবিয়ানের পার্টনারশিপ বানিয়ে যেভাবে ১৭৬ রানে পৌঁছে গেল, তাতে তাদের আরো আগে আউট করা উচিত ছিল মনে করেন রোহিত। তবে হোল্ডার দুরন্ত খেলেছেন মেনে নিচ্ছেন। পাশাপাশি এই রান তোলার ক্ষেত্রে চার উইকেট না হারালে তিনি বেশি খুশি হতেন। তবে পাশাপাশি সূর্যকুমার, দীপক হুডা যেভাবে ম্যাচটা শেষ করে এসেছেন, তাতে খুশি রোহিত। মিডল অর্ডার সমস্যা কাটিয়ে ওঠা ভারতের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
advertisement
সেদিক থেকে সূর্য এবং দীপক আগামী দিনে এই সমস্যার সমাধান করতে পারেন কিনা দেখার। ওয়াশিংটন সুন্দরের তিন উইকেট এবং যুজবেন্দ্র চাহালের ৪ উইকেট প্রমাণ করে তারা ভারতকে ভরসা দিতে পারেন। রোহিত নিজেও রান পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় তিনি ছিলেন না, দেখে মনে হচ্ছিল না। সেই পুরনো টাইমিং, সেই পুরনো ছন্দ- যেন কিছুই হারাননি রোহিত। সামনের পায়ে, পেছনের পায়ে সমান দাপট দেখালেন। যেমন স্টেট ড্রাইভ মারলেন, তেমনই পুল করলেন।
কাট মারলেন। ৬০ রানের ইনিংস দেখে মনেই হয়নি অনেকদিন পর মাঠে নেমেছেন। তবে নিজের ইনিংস সম্পর্কে বেশি কিছু বলতে নারাজ ভারতের নতুন অধিনায়ক। রোহিতের মুখে দলগত সংহতির কথা। বললেন প্রয়োজন হলে পরিবর্তন হতে পারে খেলার ধরনে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না খুব বেশি প্রয়োজন আছে অনেক কিছু বদলানোর।
অধিনায়ক হিসেবে তিনি সবার মতামত শুনতে রাজি। অধিনায়ক হিসেবে তিনি চান প্রত্যেক ক্রিকেটার নিজেদের চ্যালেঞ্জ জানাক এবং প্রয়োজনে নতুন ভাবনা নিয়ে আসুক। তিনি দলের অধিনায়ক হতে পারেন, কিন্তু দলটা সকলের। আসল লক্ষ্য দেশকে জেতানো। সেটাই সবার আগে রাখতে চান।