TRENDING:

IND vs SL: ভারতীয় দলে বড় রদবদল, খোলনলচে আমূল বদলে যাওয়ার সম্ভবনা

Last Updated:

IND vs SL: ভারতীয় ক্রিকেট দলে বড়সড় বদলের আশা করছে৷ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) দল থেকে বার করে দেওয়ার সম্ভবনা উজ্জ্বল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে বড়সড় বদলের আশা করছে৷ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)  ও অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane)  দল থেকে বার করে দেওয়ার সম্ভবনা উজ্জ্বল৷ এতে পঞ্জাবের প্রতিভাশালী ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) মিডল অর্ডারকে শক্তিশালী করে তুলবে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ (১-২) হারের পর এই বড়সড় বদগুলির সম্ভবনা উজ্জ্বল৷ এই সিরিজ থেকে বিরাট কোহলি (Virat Kohli Resigns) দলে ক্রিকেটার হিসেবে খেলবেন কারণ তিনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন৷
 Ind vs SL: shubman gill may get place in indian cricket team against sri lanka test series
Ind vs SL: shubman gill may get place in indian cricket team against sri lanka test series
advertisement

ভারত এবার পরের টেস্ট সিরিজ শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে খেলবে৷ ভারত আয়োজন করবে দুটি টেস্টের সিরিজ৷ ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলা হবে৷ এই টেস্ট ম্যাচে মিডল অর্ডারে ২ টি স্লটে নতুন ক্রিকেটার সুযোগ পেতে পারবেন৷ রোহিত শর্মা (Rohit Sharma)  এই টেস্ট সিরিজের আগে ফিট হয়ে যাবেন এমনটা আশা করা যাচ্ছে৷ রোহিত শর্মা এই টেস্ট সিরিজে কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে ওপেন করবেন৷ বিরাট কোহলি হঠাৎ টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় অধিনায়ক হিসেবে কে খেলবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে৷ ফলে এই টেস্ট ম্যাচে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভবনাও উজ্জ্বল৷

advertisement

আরও পড়ুন - Rohit Sharma on Virat Kohli: বিরাট কোহলির ইস্তফার সিদ্ধান্তে Shocked! বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রোহিত শর্মার

শুভমান গিল বেশিরভাগ ক্ষেত্রেই ওপেনার হিসেবে খেলেন৷ তিনিও চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য থাকবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ নির্বাচন কমিটি তাঁকে মিডল অর্ডারের বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলে ভাববেন৷ পূজারা ও রাহানে জাতীয় দল থেকে বাইরে যাবে এটাও প্রায় নিশ্চিত৷ তাঁরা তবেই দলে জায়গা পাবেন যদি কোচ রাহুল দ্রাবিড় আরও একবার এই দুই অভিজ্ঞ তারকাকে শেষ সুযোগ যদি দিতে চান৷ তাহলে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে তাদের শেষ সুযোগ হতে পারে৷

advertisement

আরও পড়ুন - Indian Team New Captain: বিরাটের ইস্তফার পর টেস্ট ক্রিকেটের নতুন অধিনায়ক কবে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রাক্তন তারকা ক্রিকেটার ও ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে দল থেকে বার করে দেওয়া হবে এবং শ্রেয়স আইয়ার ও হনুমা বিহারী এঁরা খেলবেন৷ তিনি তিন নম্বরে কে খেলবে তা জল্পনা করেন৷ তাঁর ধারণা অনুযায়ী হনুমা বিহারী চেতেশ্বর পূজারার জায়গায় খেলতে পারেন৷ অন্যদিকে শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ারের জায়গায় খেলবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL: ভারতীয় দলে বড় রদবদল, খোলনলচে আমূল বদলে যাওয়ার সম্ভবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল