TRENDING:

Rohit and Virat: বছর শেষের বিশ্বকাপের আগে ভারতের জন্য দারুণ স্বস্তি, দুই তারকার বিস্ফোরক ফর্মে

Last Updated:

দুই মহাতারকাকেই এদিন ব্যাট হাতে নিজেদের ঝকঝকে পারফরম্যান্সে দেখা গেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে৷ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে একের পর এক একদিনের ম্যাচ খেলছে ভারতীয় দল৷ বিশ্বকাপের আগে একেবারে দারুণ প্রস্তুতি সেরে নিতে চায় মেন ইন ব্লু৷ টিম ইন্ডিয়ার জন্য বেশ খানিকটা স্বস্তি দিয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে৷ কারণ দলের দুই মহাতারকাকেই এদিন ব্যাট হাতে নিজেদের ঝকঝকে পারফরম্যান্সে দেখা গেছে৷
 Rohit Sharma and Virat Kohli knock big relief for team India before odi world cup 2023
Rohit Sharma and Virat Kohli knock big relief for team India before odi world cup 2023
advertisement

ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন থাকা টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ৭ উইকেটে ৩৭৩ রানের বিশাল স্কোর করে ফেলেছে৷  সফরে আসা দল ৩০৬ রান করেছে৷

আরও পড়ুন -  উত্তুরে হওয়ার দাপটে শীতের লম্বা ইনিংস, জমিয়ে মজা নিচ্ছেন দিঘার ট্যুরিস্টরা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য এই বছরটা খুবই বিশেষ৷ গত বছরে অস্ট্রেলিয়াতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে বাজেভাবে হারতে হয়েছিল , তাই ওয়ানডে বিশ্বকাপে ফের একবার নিজেদের আধিপত্য কায়েম করতে চায়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে -তে পারফরম্যান্স দেখে চিন্তা অনেকটা দূর হয়েছে৷

advertisement

টিম ইন্ডিয়ার টেনশন হবে দূর

ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বড় স্কোর খাড়া করেছে৷ এতে অধিনায়ক এবং প্রাক্তন অধিনায়ক দারুণ খেলেছেন৷ রোহিত ৬৭ বলে ৯ টি চারের সাহায্যে এবং ৩ টি ছক্কার সাহায্যে ৮৩ রান করেছেন৷ বিরাট কোহলির ধামাকাদার পারফরম্যান্স করেছেন৷ তিনি ১২ টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৭ বলে দারুণ ইনিংস খেলেন৷ রোহিতের স্ট্রাইকরেট ১২৩, এবং বিরাটের স্ট্রাইকরেট ১২৯৷

advertisement

এদিন প্রথম উইকেটে এই জুটি ১৪৩ রান করেছে৷ গেল ৭০ রান করে আউট হয়৷ অধিনায়ক ৮৩ রান করেন৷ এদিন বিরাট কোহলি কেরিয়ারের ৪৫ তম ওয়ানডে শতরান করেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit and Virat: বছর শেষের বিশ্বকাপের আগে ভারতের জন্য দারুণ স্বস্তি, দুই তারকার বিস্ফোরক ফর্মে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল