TRENDING:

Rishabh Pant and MS Dhoni: হেলায় সুযোগ হারালেন পন্থ! নেটিজেনরা মনে করিয়ে দিলেন ধোনির কথা, ভাইরাল

Last Updated:

 দু বলে জয়ের  জন্য ২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার৷ সেই সময়ে রান আউটের সহজ সুযোগ নষ্ট করে দেন পন্থ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# দুবাই: ঋষভ  পন্থ ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ফের একবার ফ্যানদের নিন্দার পাত্র হলেন ঋষভ পন্থ৷   দু বলে জয়ের  জন্য ২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার৷ সেই সময়ে রান আউটের সহজ সুযোগ নষ্ট করে দেন পন্থ! আর পন্থ এভাবে সুযোগ নষ্ট করায় ফ্যানরা ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে মনে করলেন৷  দাসুন শনাকা অর্শদীপ সিংয়ের একটি লেংথ ডেলিভারি খেলেন, এরপর তিনি একটি ঝুঁকিপূর্ণ সিঙ্গল নেন৷ পন্থের লক্ষ্যে তিনটি স্টাম্প ছিল৷ কিন্তু তিনি পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট হন৷ এটা শুধু পন্থই নন যে সরাসরি হিট মিস করে, পন্থের ভুল ছোঁড়া লাগে অর্শদীপ সিংয়ের হাতে, তিনি শনাকাকে আউট করার জন্য নন স্ট্রাইকার এন্ডেও বল ছোঁড়েন কিন্তু তিনিও বিফল ছিলেন৷
ind vs sl : rishabh pant misses run out chance fans remember dhoni's video
ind vs sl : rishabh pant misses run out chance fans remember dhoni's video
advertisement

এইভাবে ভারত এশিয়া কাপ  ২০২২ -র সুপার ৪ রাউন্ডে লাগাতার ২ ম্যাচে হেরে গেছেন৷  প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে তারপর ফের একবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার৷ এদিকে পন্থ এভাবে আউটের সুযোগ মিস করায় ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে একহাত নেন৷ ধোনি এরকম সুযোগ কখনই মিস করেন না এটাই মনে করিয়ে দিয়েছেন ফ্যানরা৷ এই ধরণের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ধোনি দৌড়ে নিজের উইকেটকিপারের দায়িত্ব পালন করতেন৷

advertisement

আরও পড়ুন -  Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়

ফ্যানরা ধোনির রান আউটের ভিডিও শেয়ার করছেন৷ যেখানে ধোনি বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে ৩ বলে ২ রান দরকার ছিল এবং হাতে ৪ উইকেট ছিল৷ কিন্তু তাও ধোনির কারণে তারা পারেনি৷ ধোনি শেষ বলে মুস্তাফিজুর রহমানকে জবরদস্ত আন্দাজে রানআউট করে ভারতকে কামাল জয় এনে দিয়েছিলেন৷

advertisement

শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল৷ পান্ডিয়া নিজের শেষ বল করেন, সৌগত হার্দিকের বল খেলতে পারেননি, বল সোজা ধোনির হাতে গিয়েছিল আর মুস্তাফিজুর রহমান রান চুরি করে নেওয়ার চেষ্টায় ছিলেন৷ কিন্তু ধোনি অত্যন্ত ক্ষিপ্রতায় স্টাম্পের দিকে দৌড় লাগান এবং উইকেট ভেঙে দেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ম্যাচে একটা সময়ে এরকম মনে হচ্ছিল শ্রীলঙ্কা সহজেই ম্যাচ জিতে যাবে, পথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস ওপেনিং জুটিতে ৯৭ রান করেন৷ ফলে শুরুতেই ভারতের রান তাড়া করার শক্ত ভিত তৈরি করে দেন৷ যদিও ভারতীয় দল পরপর চার উইকেট নিয়ে নেয়৷ এরপর মনে হচ্ছিল ভারত হয়ত ম্যাচে ফিরেছে, কিন্তু রাজাপক্ষে ও শনাকা শ্রীলঙ্কার জয় সুনিশ্চিত করে দেয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant and MS Dhoni: হেলায় সুযোগ হারালেন পন্থ! নেটিজেনরা মনে করিয়ে দিলেন ধোনির কথা, ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল