বিরাট কোহলি (Virat Kohli) ৪ মার্চ অর্থাৎ আজ নিজের কেরিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli 100th test) খেলছেন৷ ১০০ বা তার চেয়ে বেশি টেস্ট খেলিয়ে তিনি ১২ তম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন৷ বিরাট কোহলির প্রথম ম্যাচে তিনি ছাড়া কারা খেলছেন তাতে অবশ্য কোনও চমক নেই৷ নিজেদের সেরা একাদশ নিয়েই মোহালির ঐতিহাসিক ম্যাচে মাঠে নেমেছেন রোহিত শর্মা৷ দেখে নিন ভারতীয় প্লেয়িং ইলেভেন (Playing 11)৷
advertisement
দেখে নিন ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে শ্রীলঙ্কার প্রথম একাদশ
২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলা দিয়ে প্রথমবার ভারতীয় দলের টেস্ট ক্যাপ পেয়েছিলেন বিরাট কোহলি৷ তিমি ৫০ গড়ে ৭৯৬২ রান করেছেন তাঁর ৯৯ টি টেস্ট থেকে৷ ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট (IND vs SL) মোহালিতে খেলে নিজের শততম টেস্ট (Virat Kohli 100th test) খেলবেন কোহলি৷
আরও পড়ুন - Beauty Tips: ভিটামিন ই-র ছোঁয়ায় ত্বক আর চুল হবে উজ্জ্বল, জেনে নিন কীভাবে
এই ম্যাচে আবহাওয়ার আপডেট (Weather report)
প্রথম দিন মোহালিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ ফলে শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরো দিন খেলা হবে এমনটাই আশা৷
শেষবার তিনি ব্যাট তুলেছিলেন ২৩ নভেম্বর ২০১৯-এ। তার পর আড়াই বছর, ৭০ ইনিংস ধরে শুধুই অপেক্ষা। বিরাট কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না। শনিবার কোহলির জীবনে বড় দিন। ১০০ তম টেস্ট (Virat Kohli 100th test) খেলতে নামবেন কোহলি। এবার কি তাঁর সেঞ্চুরির খরা কাটবে এই আশাতেই বিরাট কোহলির শততম ম্যাচ দেখকতে বসবেন ফ্যানরা৷