ওয়েবসাইট ক্রিকবাজ অনুযায়ি অক্ষর প্যাটেল (Axar Patel) চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন৷ রিপোর্ট অনুযায়ি বাঁহাতি স্পিনার অক্ষর মোহালি টেস্টের সময়ে দলের সঙ্গে যোগ দেন৷ ২৭ বছরের কুলদীপ যাদব এখন টেস্ট স্কোয়াড থেকে রিলিজ করে দিয়েছে৷ টিম ম্যানেজমেন্টের মতে দলে এখন দুজন লেফট আর্ম স্পিনার হয়েছে৷ এরমধ্যে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) কোনও প্রয়োজন নেই৷ ১৮ সদস্যের ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন এবং জয়ন্ত যাদব আরও দুই স্পিনার রয়েছেন৷
advertisement
আরও পড়ুন - Job Vacancy: অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ হবে এই সরকারি সংস্থায়
অক্ষর প্যাটেল শেষবার গতবছর ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্ট খেলেছিলেন৷ এরপরে তিনি দলের বাইরে চলে যান৷ এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে হতে চলা ডে নাইট পিঙ্ক বল টেস্ট তিনি দলে সুযোগ পেতেও পারেন৷ টিম ইন্ডিয়া বুধবার অবধি মোহালিতে থাকবে৷ তারপর বেঙ্গালুরুতে যাবে ভারতীয় দল৷
আরও পড়ুন - Viral Video: পুষ্পায় পুরোপুরি মজে বিরাট কোহলি, শ্রীবল্লি নাচের পর এবার পুষ্পা ট্রেন্ড, ভাইরাল
ভারতীয় টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), প্রিয়ঙ্ক পাঞ্চাল, ময়ঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ৷