শ্রীলঙ্কারপ বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ হয়েছিলেন। ভেবেছিলেন পরের দুই ম্যাচে বড় রান করবেন। কিন্তু প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সঞ্জু। সেই চোটই গোটা সিরিজ থেকে ছিটকে দিলেনতাকে। বিসিসিআইয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। স্ক্যান করার পর বিসিসিআইয়ের মেডিক্যাল তাঁকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ IND vs SL 2nd T20: দলে রয়েছে চোট সমস্যা, পুণেতেই সিরিজ জেতার লক্ষ্যে টিম ইন্ডিয়া
সিরিজের পরবর্তী দুটি ম্যাচের জন্য সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ উইকেট রক্ষক ব্যাটার জিতেশ শর্মাকে। আইপিএল ২০২২- গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ভালো পারফর্ম করেছিলেন জিতেশ। ১২ টি ম্যাচ খেলে ২৩৪ রান করেছিলেন তিনি। সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন। গড় প্রায় ৩০-র কাছে ছিল। স্ট্রাইক রেট ছিল ১৬৪। ভারতীয় দলে সুযোগ পেলেও ইশান কিশান, রাহুল ত্রিপাঠীদের উপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বলা চলে জিতেশের।