দ্বিতীয় একদিনের ম্য়াচে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন আইডেন মার্করাম। এছাড়া ৭৪ রানের ইনিংস খেলেন রেজা হেন্ডরিকস। নিজের মেয়ে বিয়োগের খবর পেয়েও মাঠে ৩৫ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেললেন ডেভিড মিলার। এছাড়া ৩০ রান করেন হেনরিক ক্লাসেন ও ২৫ রান করেন জানেমান মালান।
advertisement
বল হাতে শুরুটা ভালোই করেছিল ভারতীয় বোলাররা। ৪০ রানের মধ্য়ে ২ উইকেট খুইয়ে ফেলেছিল প্রোটিয়ারা। এরপর রেজা হেন্ডরিকস ও আইডেন মার্করাম মিলে দুরন্ত শতরানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করায়। এরপর আর বড় কোনও পার্টনারশিপ না হলেও মার্করাম ও ক্লাসেন, মিলার ও পার্নেল মিলে ছোট ছোট পার্টনারশিপ করে। ডেথ ওভারে ভালো বোলিং করে প্রোটিয়াদের ২৭৮ রানে বেধে রাখে ভারত।
ভারতের হয়ে এদিন অনবদ্য় বোলিং করেন মহম্মদ সিরাজ। সর্বোচ্চ ৩টি উইকেট নেন তিনি। সবথেকে কন রানও খরচ করেন সিরাজ। ১০ ওভারে ৩৮ রান দেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।