ভারত অধিনায়ক হিসেবে একটানা টি-২০ সিরিজ জয়ের নজির এতদিন ছিল বিরাট কোহলির দখলে। প্রাক্তন ভারত অধিনায়ক একটানা ১০টি টি-২০ সিরিজ জয়ের নজির গড়েছিলেন। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে একটানা ১০টি টি-২০ সিরিজ জিতে আগেই বিরাটের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে পারলেই সুযোগ ছিল কোহলির রেকর্ড ভাঙার। গুয়াহাটিতে ম্য়াচ জিতে সেই রেকর্ড নিজের নামে করলেন রোহিত শর্মা।
advertisement
এছাড়াও অধিনায়ক হিসেবে আরও একটি রেকর্ড বুকে নাম তুললেন রোহিত শর্মা। ভারতের মাটিতে টি২০ সিরিজে অপরাজেয় ছিল দক্ষিণ আফ্রিকা। এমএস ধোনি, বিরাট কোহলিরা যে কাজ করে দেখাতে পারেননি, তা করে দেখালেন রোহিত শর্মা। সিরিজ জয় শুধু নয়, তৃতীয় ম্য়াচ জিতলে প্রোটিয়াদের চুনকাম করার সুয়োগও থাকছে ভারতীয় ক্রিকেট দলের সামনে।
প্রসঙ্গত, গুয়াহাটিতে দ্বিতীয টি-২০ ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। এছাড়া ৫৭ রান করেন কেএল রাহুল, ৪৯ রান করেন বিরাট কোহলি ও ৪৩ রান করেন রোহিত শর্মা। রান তাড়া করতে নেমে ডেভিড মিলারের অনবদ্য় শতরান ও কুইন্টন ডিককের ৬৯ রানের দুরন্ত লড়াই সত্ত্বেও ২০ ওভারে ৩ উইকেটে ২২১ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৬ রানে ম্য়াচ ও সিরিজ জেতে টিম ইন্ডিয়া।