TRENDING:

India vs South Africa: ৩ ফর্ম্যাটে ৩ আলাদা অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত

Last Updated:

IND vs SA BCCI Announce Team India Squad For South Africa Tour: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দল ঘোষণায় চমক। ৩ ফর্ম্যাটে ৩ আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি:  আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দল ঘোষণায় রয়েছে চমকও। ৩ ফর্ম্যাটে ৩ আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে খেলবেন না সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। দল ঘোষণায় তা পরিষ্কার হয়ে গেল।
advertisement

টি-২০ সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকাতে দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। টি-২০ দলে ফিরেছেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজরা। একইসঙ্গ দীর্ঘ দিন পর দলে ফিরেছেন দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি-২০ স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর , রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

advertisement

টি-২০ সিরিজের পর ওডিআই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। দীর্ঘ দিন পর ফের একবার ভারতীয় দলের নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে রাহুলকে। ওডিআই দলে চমক বলতে যুজবেন্দ্র চাহলের দলে ফেরা। এছাড়া ওডিআই দলে রয়েছেন সাই সুদর্শন, রজত পাতিদার, সঞ্জু স্যামসন ও দীপক চাহর।

দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান , অর্শদীপ সিং, দীপক চাহার।

advertisement

advertisement

ভারতীয় দলে ফিরছেন সকল সিনিয়র ক্রিকেটাররা। বিশ্বকাপের ফের একবার অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে। টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। এছাড়া বাংলার পেসার সুযোগ মুকেশ কুমারও সুযোগ পেয়েছেন টেস্ট দলে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকা সফরের ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান (উইকেকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ৩ ফর্ম্যাটে ৩ আলাদা অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল