TRENDING:

IND vs SA 3rd ODI : ডি ককের দুরন্ত শতরান, হোয়াইটওয়াশ বাঁচাতে ২৮৮ রান তুলতে হবে ভারতকে

Last Updated:

IND vs SA 3rd ODI Quniton de Kock brilliant century takes South Africa to fighting total at Cape Town. ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নিজের ১৭ তম শতরান করলেন কুইন্টন ডি কক, প্রসিধ কৃষ্ণ নিলেন তিনটি উইকেট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেপটাউন: টেস্ট সিরিজের পর আগেই হাত ছাড়া হয়েছিল একদিনের সিরিজ। পার্ল বলান্ড পার্ক স্টেডিয়ামে শুক্রবারই সিরিজ হেরে গিয়েছিল ভারত। আজ কার্যত নিয়ম-রক্ষার ম্যাচ ছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ভারতের বিরুদ্ধে ৩-০ জয়ের হুমকি দিয়েছিলেন। অন্যদিকে ভারতের লক্ষ্য ছিল শেষ ম্যাচটা অন্তত জিতে হোয়াইটওয়াশ বাঁচানো।
ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নিজের ১৭ তম শতরান করলেন কুইন্টন ডি কক
ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নিজের ১৭ তম শতরান করলেন কুইন্টন ডি কক
advertisement

আরও পড়ুন - Gavaskar on Bhuvneshwar Kumar : সেরা সময় অতীত ভুবির, পরিবর্তে দীপক চাহারকে দলে চান গাভাসকার

টস জিতে কেপ টাউনে বল করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক কে এল রাহুল। এদিন দলে চারটি পরিবর্তন করেছিল ভারত। অশ্বিন, শার্দূল, ভেঙ্কটেশ এবং ভুবনেশ্বরের জায়গায় এলেন সূর্যকুমার, জয়ন্ত, প্রসিদ্ধ এবং দীপক চাহার। তিন নম্বর ওভারেই জানেমান মালানকে তুলে নিলেন দীপক চাহার। ক্রিকেটের পেছনে পন্থকে ক্যাচ দিয়ে ফেরেন মালান। অল্প সময়ের মধ্যেই সরাসরি ছুঁড়ে বাভুমাকে (৮) রান আউট করেন অধিনায়ক রাহুল।

advertisement

মার্করাম (১৫) করে ফেললেন সেই দীপক চাহারের বলে। মনে হয়েছিল এই জায়গা থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেবে ভারত। কিন্তু সেটা হতে দিলেন না কুইন্টন ডি কক এবং ভ্যান ডের ডুসেন। আগের দিন ৭৮ করে ফিরে গিয়েছিলেন ডি কক। তাতেই ম্যাচের সেরা হয়েছিলেন। আজ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ শতরান এবং সব মিলিয়ে একদিনের ক্রিকেটে ১৭ তম শতরান করলেন ডি কক।

advertisement

বুমরাহ, দীপক চাহার, জয়ন্ত যাদবদের যেখানে ইচ্ছে সেখানে মারলেন। অবশেষে বুমরাহর বলে আউট হলেন শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে। ততক্ষণে ১২৪ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক। ডুসেনের সঙ্গে তার ১৪৪ রানের পার্টনারশিপ ভারতের রক্তচাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট। ডি কক আউট হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা তাকে শুভেচ্ছা জানালেন।

advertisement

এর কিছু পরেই চাহাল ফিরিয়ে দিলেন ডের দুসেনকে (৫২) । ডিপ মিড উইকেটে দুরন্ত ক্যাচ নিলেন শ্রেয়স আইয়ার। যে গতিতে রান তুলছিল দক্ষিণ আফ্রিকা, মিলার এবং ফেলুকাওকে কিছুটা আটকে রাখল ভারত। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে জয়ন্ত যাদব বেশি বুদ্ধি করে বল করলেন।

এরপর ফেলুকায়ও ৪ করে রান আউট' হলেন। এই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার রান বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ডেভিড মিলারের ওপর। কিলার মিলার কতটা ভয়ংকর হতে পারেন সেটাই ছিল দেখার। এদিন অফ স্পিন বল করতে দেখা গেল শ্রেয়স আইয়ারকেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মিলারকে সাহায্য করলেন প্রিটোরিয়াস (২০)। মিলার আউট হলেন ৩৯ করে প্রসিধের বলে। ক্যাচ নিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকা ৩০০ ছুঁতে না পারলেও, এই রান ভারতের পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA 3rd ODI : ডি ককের দুরন্ত শতরান, হোয়াইটওয়াশ বাঁচাতে ২৮৮ রান তুলতে হবে ভারতকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল