TRENDING:

IND vs SA: মুথুস্বামী ও জানসেনের ব্যাটে চিন্তার কালোমেঘ ভারতের কপালে! সামনে পাহাড় প্রমাণ রান

Last Updated:

IND vs SA 2nd Test: প্রথম টেস্টে হারের পর গুয়াহাটি টেস্ট ভারতের কাছে ঘুড়ে দাঁডানোর লড়াই। সিরিজ বাঁচাতে হলে জয় ছাড়া কোনও গতি নেই টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শেষে ম্যাচে প্রোটিয়ারা যে অ্যাডভান্টেজ জায়গায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথম টেস্টে হারের পর গুয়াহাটি টেস্ট ভারতের কাছে ঘুড়ে দাঁডানোর লড়াই। সিরিজ বাঁচাতে হলে জয় ছাড়া কোনও গতি নেই টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শেষে ম্যাচে প্রোটিয়ারা যে অ্যাডভান্টেজ জায়গায়, সেই কথা বলাই যায়। একইসঙ্গে চ্যালেঞ্জ আরও কঠিন হল ভারতের সামনে। কারণ, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের পাহাড় প্রমাণ ইনিংস। দ্বিতীয় দিনে সেনুরান মুথুস্বামীর দুরন্ত সেঞ্চুরি ও মার্কো জানসেনের মারকাটাপি ৯৩ রানের ইনিংসে গুয়াহাটি সিটে ড্রাইভার সিটে বসিয়ে দিল প্রোটিয়াদের।
News18
News18
advertisement

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২৪৭ রানে ৬ উইকেট। লড়াই করার মত জায়গায় ছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে দুটো পার্টনারশিপ ম্যাচে চাপ বাড়িয়ে দিস টিম ইন্ডিয়ার। সেনুরাম মুথুস্বামী ও কাইল ভেরেইনের ৮৮ রানের পার্টনারশিপ ও পরে মুথুস্বামী ও মার্কো জানসেনের ৯৭ রানের জুটি। এই দুই জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকা প্রায় ৫০০ রানের দোরগোড়ায় পৌছে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন মুথু স্বামী। এছাড়া মার্কো জানসেন ৯৩ রান করেন।

advertisement

আরও পড়ুনঃ IND vs SA: ফের অধিনায়ক রোহিত শর্মা? ওডিআই সিরিজে বড় সিদ্ধান্তের সামনে বোর্ড! বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
পরতে পরতে ইতিহাস, দিঘার কাছেই রহস্যময় 'দারোগা মারা ভূঁইয়া'র জমিদার বাড়ি
আরও দেখুন

ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটা ভারতের জন্য হতাশাজনক হয়। দিনের শুরুতে উইকেট নিতে ব্যর্থ হয় ভারতীয় বোলাররা। ঠান্ডা মাথায় ভারতীয় উইকেটে দুরন্ত ব্যাটিং করেন মুথুস্বামী। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো মুথুস্বামীর ইনিংস। এছাড়া মার্কো জানসেন ৯১ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৬টি চার ও ৭টি ছয়ে সাজানো ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: মুথুস্বামী ও জানসেনের ব্যাটে চিন্তার কালোমেঘ ভারতের কপালে! সামনে পাহাড় প্রমাণ রান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল