প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২৪৭ রানে ৬ উইকেট। লড়াই করার মত জায়গায় ছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে দুটো পার্টনারশিপ ম্যাচে চাপ বাড়িয়ে দিস টিম ইন্ডিয়ার। সেনুরাম মুথুস্বামী ও কাইল ভেরেইনের ৮৮ রানের পার্টনারশিপ ও পরে মুথুস্বামী ও মার্কো জানসেনের ৯৭ রানের জুটি। এই দুই জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকা প্রায় ৫০০ রানের দোরগোড়ায় পৌছে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন মুথু স্বামী। এছাড়া মার্কো জানসেন ৯৩ রান করেন।
advertisement
আরও পড়ুনঃ IND vs SA: ফের অধিনায়ক রোহিত শর্মা? ওডিআই সিরিজে বড় সিদ্ধান্তের সামনে বোর্ড! বড় আপডেট
ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটা ভারতের জন্য হতাশাজনক হয়। দিনের শুরুতে উইকেট নিতে ব্যর্থ হয় ভারতীয় বোলাররা। ঠান্ডা মাথায় ভারতীয় উইকেটে দুরন্ত ব্যাটিং করেন মুথুস্বামী। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো মুথুস্বামীর ইনিংস। এছাড়া মার্কো জানসেন ৯১ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৬টি চার ও ৭টি ছয়ে সাজানো ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা।
