বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান টসে হেরে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে৷ ভারতীয় দল ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ম্যান অফ দ্য ম্যাচ হন হার্দিক পান্ডিয়া৷ তিনি অপরাজিত ৩৩ রান করেন৷ তিনি মহম্মদ নওয়াজেক শেষ ওভারে ছক্কা হাঁকান পাশাপাশি বল হাতে তিন উইকেটও নেন৷ পেসার ভুবনেশ্বর কুমারও ৪ উইকেট নেন৷
advertisement
আরও পড়ুন - Artomis Mission 1: কয়েক ঘন্টার অপেক্ষা, আর্টেমিস ১ মিশনের চন্দ্র যাত্রা শুরু, উৎক্ষেপণ আজকে
৩৫ বছরের রোহিত শর্মা জয়ের পর বলেছেন, ‘‘লক্ষ্য তাড়া করার সময় অর্ধেক সময় অবধি জানা ছিল যেকোনও পরিস্থিতিতে ম্যাচ জিততে পারব৷ আমার বিশ্বাস ছিল আর যখন আপনাদের কাছে বিশ্বাস থাকে তখন সেই জিনিসটা হতে পারে৷ সহ খেলোয়াড়দের এই বিষয়ে পরিষ্কার দৃষ্টিকোণ দেওয়া থাকলে তাঁরা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে৷’’
আরও পড়ুন - স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, ছাত্র সমাবেশে লক্ষাধিক জমায়েতের টার্গেট তৃণমূলের
তিনি আরও বলেন, ‘‘এটা একটা চ্যালেঞ্জিং মোকাবিলা ছিল৷ ওঁরা (ভারতের পেসাররা) গত বছর অনেক লম্বা সফর পার করেছে৷ তাঁরা আলাদা আলাদা পরিস্থিতিতে নিজেদের তৈরি করে নিয়েছে৷’’
ভারতের অধিনায়ক বলেন, ‘‘যখন থেকে ও (হার্দিক) ফিরেছে তখন থেকে ও শানদার পারফরম্যান্স করছে৷ যখন ও দলের অংশ ছিল না তখন ও ভেবেছিল শরীর ও ফিটনেসকে আরও ভাল করা প্রয়োজন৷ যাতে ও ১৪০ -র চেয়ে অধিক গতিতে বল করতে পারে৷ ওঁর ব্যাটিংয়ের মান তো আমরা জানি৷ তাঁর ফিরে আসার পর থেকেই সেটা শানদার৷ ও এখন অনেক শান্ত এই বিষয়টা বলতে চাই৷ তা সেটা ব্যাটে হক বা বলে৷’’
তিনি আরও বলেন, ‘‘ও (হার্দিক) আজ বোলিংয়ের সময় কামাল করেছিলেন, শর্ট বলের সঙ্গে , আমরা দেখেছি৷ এটা সবসময়েই ওঁর ম্যাচকে বোঝার বিষয়ে ছিল৷ ও এখন লাগাতার ভাল পারফর্ম করছে৷ ১০ রান প্রতি ওভারে দরকার ছিল৷ চাপের পিছু করতে গিয়ে আপনি ঘাবড়ে যেতে পারতেন কিন্তু ওঁকে কখনও এরকম মনে হয়নি৷’’
