TRENDING:

Rohit Sharma on Hardik Pandya: দরাজ সার্টিফিকেট অধিনায়কের, ‘‘ও একদম বদলে গেছে’’ হার্দিককে আর যা বললেন

Last Updated:

‘‘ও এখন অনেক শান্ত এই বিষয়টা বলতে চাই৷ তা সেটা ব্যাটে হক বা বলে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের  (Asia Cup-2022)  হাইভোল্টেজ ম্যাচে রবিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের  (India vs Pakistan) বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে৷ দুবাইতে খেলা ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কামাল পারফরম্যান্স করেছেন৷ আর জয়ে গুরুত্বপূর্ণ যোগদান করেছেন৷ রোহিত শর্মার অধিনায়কত্বে এভাবে এশিয়া কাপ ২০২২ এ জয় দিয়ে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া৷ এদিকে প্রথম ম্যাচে জয়ের পর হার্দিক পান্ডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা৷
Rohit Sharma praised Hardik PandyaRohit Sharma praised Hardik Pandya
Rohit Sharma praised Hardik PandyaRohit Sharma praised Hardik Pandya
advertisement

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান টসে হেরে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে৷ ভারতীয় দল ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ম্যান অফ দ্য ম্যাচ হন হার্দিক পান্ডিয়া৷ তিনি অপরাজিত ৩৩ রান করেন৷ তিনি মহম্মদ নওয়াজেক শেষ ওভারে ছক্কা হাঁকান পাশাপাশি বল হাতে তিন উইকেটও নেন৷ পেসার ভুবনেশ্বর কুমারও ৪ উইকেট নেন৷

advertisement

আরও পড়ুন -  Artomis Mission 1: কয়েক ঘন্টার অপেক্ষা, আর্টেমিস ১ মিশনের চন্দ্র যাত্রা শুরু, উৎক্ষেপণ আজকে

৩৫ বছরের রোহিত শর্মা জয়ের পর বলেছেন, ‘‘লক্ষ্য তাড়া করার সময় অর্ধেক সময় অবধি জানা ছিল যেকোনও পরিস্থিতিতে ম্যাচ জিততে পারব৷ আমার বিশ্বাস ছিল আর যখন আপনাদের কাছে বিশ্বাস থাকে তখন সেই জিনিসটা হতে পারে৷ সহ খেলোয়াড়দের এই বিষয়ে পরিষ্কার দৃষ্টিকোণ দেওয়া থাকলে তাঁরা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে৷’’

advertisement

আরও পড়ুন -  স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, ছাত্র সমাবেশে লক্ষাধিক জমায়েতের টার্গেট তৃণমূলের

তিনি আরও বলেন, ‘‘এটা একটা চ্যালেঞ্জিং মোকাবিলা ছিল৷ ওঁরা (ভারতের পেসাররা) গত বছর অনেক লম্বা সফর পার করেছে৷ তাঁরা আলাদা আলাদা পরিস্থিতিতে নিজেদের তৈরি করে নিয়েছে৷’’

ভারতের অধিনায়ক বলেন, ‘‘যখন থেকে ও (হার্দিক) ফিরেছে তখন থেকে ও শানদার পারফরম্যান্স করছে৷ যখন ও দলের অংশ ছিল না তখন ও ভেবেছিল শরীর ও ফিটনেসকে আরও ভাল করা প্রয়োজন৷ যাতে ও ১৪০ -র চেয়ে অধিক গতিতে বল করতে পারে৷ ওঁর ব্যাটিংয়ের মান তো আমরা জানি৷ তাঁর ফিরে আসার পর থেকেই সেটা শানদার৷ ও এখন অনেক শান্ত এই বিষয়টা বলতে চাই৷ তা সেটা ব্যাটে হক বা বলে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষকদের জন্য সুখবর! ৫ জেলার সেচ ব্যবস্থার আধুনিকীকরণে নয়া উদ্যোগ রাজ্যের
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘ও (হার্দিক) আজ বোলিংয়ের সময় কামাল করেছিলেন, শর্ট বলের সঙ্গে , আমরা দেখেছি৷ এটা সবসময়েই ওঁর ম্যাচকে বোঝার বিষয়ে ছিল৷ ও এখন লাগাতার ভাল পারফর্ম করছে৷ ১০ রান প্রতি ওভারে দরকার ছিল৷ চাপের পিছু করতে গিয়ে আপনি ঘাবড়ে যেতে পারতেন কিন্তু ওঁকে কখনও এরকম মনে হয়নি৷’’

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma on Hardik Pandya: দরাজ সার্টিফিকেট অধিনায়কের, ‘‘ও একদম বদলে গেছে’’ হার্দিককে আর যা বললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল