বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এই টুর্নামেন্টের ষষ্ঠ লীগ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ। টসের সময় দেখা গেল এশিয়া কাপের পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা একে অপরকে একেবারে উপেক্ষা করেন। পুরুষদের এশিয়া কাপ ২০২৫-এ এমন ঘটনা আগে দেখা গেলেও, মহিলা ক্রিকেটে এটি ছিল অত্যন্ত নজরকাড়া এক মুহূর্ত।
advertisement
উভয় অধিনায়ক টসের সময় চোখাচোখিও এড়িয়ে যান এবং করমর্দনের প্রচলিত রীতিকে উপেক্ষা করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই একে খেলাধুলার চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি বর্তমান রাজনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েনের প্রতিফলন।
আরও পড়ুনঃ IND vs PAK: যা কোনও দিন পারেনি পাকিস্তান, সেই কাজই এবার করতে হবে ভারতের বিরুদ্ধে
পহেলগাঁতে সন্ত্রাসী হামলার পর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। বাধ্যবাধকতার জন্য ম্যাচ খেলতে হলেও, কোনও রকম সৌজন্যতার পতে ভারতীয় ক্রিকেট দল যে হাঁটবে না তা বোঝা গেল মহিলা বিশ্বকাপের মঞ্চেও। পুরুষ ও মহিলা দলের এই সিদ্ধান্ত।