এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর। নিয়ম অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউসন্সিলের প্রধান হিসেবে মহসিন নকভি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। তবে পিটিআই সূত্রে জানা গেছে, ভারতীয় দলের খেলোয়াড়রা নকভির সঙ্গে মঞ্চে উঠতে নারাজ। এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এক ধাপ এগিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসির কাছে দাবি জানিয়েছে, তাঁকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক। পাকিস্তানের দাবি, তিনি ভারত-পাকিস্তান ম্যাচে দুই অধিনায়ককে হ্যান্ডশেকে বাধা দিয়েছেন, যা ‘ক্রিকেট স্পিরিট’-এর লঙ্ঘন।
advertisement
পিসিবি তাদের পরবর্তী ম্যাচে (ইউএই-এর বিপক্ষে) না খেলেও হুমকি দিয়েছে, যদি তাদের দাবি মানা না হয়। বিষয়টি এশিয়া কাপের কাঠামোকেই অনিশ্চয়তায় ফেলেছে। এর ফলে টুর্নামেন্টে নতুন উত্তেজনা ও সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ পাকিস্তানের সঙ্গে No Handshake সিদ্ধান্তের জেরে বড় শাস্তি হতে পারে ভারতের! কী বলছে আইসিসির নিয়ম
মহসিন নকভি নাম না করে ভারতের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “রাজনীতিকে খেলায় টেনে আনা খেলাধুলার চেতনাবিরোধী।” ভারতের তরফ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের ছায়া এবার সরাসরি ক্রিকেট মঞ্চে পড়েছে, যা ক্রীড়াজগতের জন্য উদ্বেগজনক।