TRENDING:

IND vs PAK: ম্যাচের আগে পাকিস্তানকে সরাসরি 'ওয়ার্নিং' দিয়ে রাখলেন ভারতীয় তারকা! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Asia Cup 2025, IND vs PAK: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরউ সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও হামলা, অপারেশব সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে চড়ছে পারদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তাপ ছড়িয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্তের মন্তব্যে। তিনি পাকিস্তান দলকে ব্যাট ও বল—দু’দিক থেকেই কটাক্ষ করেছেন। একইসঙ্গে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকেও তেমন কিছু ভয়ঙ্কর নয় বলে জানিয়েছেন শ্রীকান্ত। তার মতে, ভারতের তরুণ ও ফর্মে থাকা দল পাকিস্তানের তুলনায় স্পষ্টভাবেই অনেক এগিয়ে। ফলে নিজেদের অ্যাভারেজ পারফরম্যান্স থেকে অনেকটা ভাল না করলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান দল কোনও লড়াই দিতে পারবে না, লেই ওয়ার্নিংও দিয়ে রেখেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
News18
News18
advertisement

কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেন, “পাকিস্তান একটি গড়ের নীচে দল। এমনকী শাহিন আফ্রিদিও তেমন কিছু নয়। তারা যে ওমানকে হারিয়েছে, সেই দলের খেলোয়াড়রা সবাই ৩৪-৩৫ বছরের ওপরে। ওই দলটা একেবারে ‘আঙ্কেলদের’ দল। আমি এখনো ওমানের অধিনায়ক হতে পারি!” তার এই মন্তব্যে পরিষ্কার, তিনি পাকিস্তানের সাম্প্রতিক ফর্মকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।

তিনি আরও বলেন,”পাকিস্তানিরা যে পারফরম্যান্স করেছে, তা কেবল দুর্বল দলের বিরুদ্ধেই কার্যকর হয়েছে। ওদের বোলিংও কেবল তখনই ভালো দেখাচ্ছিল, যখন ওমানের মতো দুর্বল দলের বিপক্ষে খেলেছে। ভারতীয় তরুণদের বিপক্ষে সেই একই পারফরম্যান্স ধরে রাখা সহজ হবে না।”

advertisement

শ্রীকান্ত পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “হেসন যেই দলেই গেছেন, সেখানে কোনো বড় সাফল্য আসেনি। ও আরসিবির কোচ ছিল, তখনও কিছুই জেতেনি। পাকিস্তানও তার কোচিংয়ে ভালো কিছু করতে পারবে না।” সাইম আয়ুবের ব্যাটিং ভঙ্গিকেও তিনি ‘হেসনের প্রভাব’ বলে কটাক্ষ করেছেন।

আরও পড়ুনঃ IND vs PAK: সকলকে করালেন চুপ! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ

advertisement

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এমন মন্তব্য নিঃসন্দেহে উত্তেজনা আরও বাড়াবে। যদিও সাম্প্রতিক সময়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তবে শ্রীকান্তের মতে, এবারের ম্যাচে ভারত অনেকটাই ফেভারিট।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ম্যাচের আগে পাকিস্তানকে সরাসরি 'ওয়ার্নিং' দিয়ে রাখলেন ভারতীয় তারকা! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল