কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেন, “পাকিস্তান একটি গড়ের নীচে দল। এমনকী শাহিন আফ্রিদিও তেমন কিছু নয়। তারা যে ওমানকে হারিয়েছে, সেই দলের খেলোয়াড়রা সবাই ৩৪-৩৫ বছরের ওপরে। ওই দলটা একেবারে ‘আঙ্কেলদের’ দল। আমি এখনো ওমানের অধিনায়ক হতে পারি!” তার এই মন্তব্যে পরিষ্কার, তিনি পাকিস্তানের সাম্প্রতিক ফর্মকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
তিনি আরও বলেন,”পাকিস্তানিরা যে পারফরম্যান্স করেছে, তা কেবল দুর্বল দলের বিরুদ্ধেই কার্যকর হয়েছে। ওদের বোলিংও কেবল তখনই ভালো দেখাচ্ছিল, যখন ওমানের মতো দুর্বল দলের বিপক্ষে খেলেছে। ভারতীয় তরুণদের বিপক্ষে সেই একই পারফরম্যান্স ধরে রাখা সহজ হবে না।”
advertisement
শ্রীকান্ত পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “হেসন যেই দলেই গেছেন, সেখানে কোনো বড় সাফল্য আসেনি। ও আরসিবির কোচ ছিল, তখনও কিছুই জেতেনি। পাকিস্তানও তার কোচিংয়ে ভালো কিছু করতে পারবে না।” সাইম আয়ুবের ব্যাটিং ভঙ্গিকেও তিনি ‘হেসনের প্রভাব’ বলে কটাক্ষ করেছেন।
আরও পড়ুনঃ IND vs PAK: সকলকে করালেন চুপ! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ
টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এমন মন্তব্য নিঃসন্দেহে উত্তেজনা আরও বাড়াবে। যদিও সাম্প্রতিক সময়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তবে শ্রীকান্তের মতে, এবারের ম্যাচে ভারত অনেকটাই ফেভারিট।