পাকিস্তানের সংবাদ মাধ্যমের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, হম্মদ ইউসুফ টিভি লাইভে ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে অবমাননাকর ভাষায় সমালোচনা করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে সূর্যকুমারের নাম বিকৃত করে ‘শুয়ার কুমার’ বলে ডেকেছেন এবং একাধিকবার গালি দিয়েছেন। দুই জন সাংবাদিক তাকে স্মরণ করিয়েছিলেন যে তার নাম সূর্যকুমার যাদব, কিন্তু ইয়ুসুফ তা উপেক্ষা করেছেন এবং অবিচল থেকে গালিগালাজ চালিয়ে গেছেন।
advertisement
পাকিস্তান তারকা আরও অভিযোগ তুলেছেন যে ভারতীয় দল মাঠের আম্পায়ারদের কিনে নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি দাবি করেছেন, ম্যাচ রেফারি পাকিস্তান দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন এবং ভারতীয় আম্পায়াররা মোদির নির্দেশে পাকিস্তানের আপিল উপেক্ষা করছেন। এই বক্তব্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপক আপত্তি জানিয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র কাছে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটকে পুরো এশিয়া কাপ থেকে সরানোর আবেদন করেছে। তবে, আইসিসি এই আবেদন প্রত্যাখ্যান করেছে।
ম্যাচে সূর্যকুমার যাদব ছিলেন ভারতের সফলতম ব্যাটসম্যান ও অধিনায়ক। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন তিনি। ম্যাচ শেষে সূর্যকুমার সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাননি, যা বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরস্কার বিতরণীর সময় তিনি জয়টি পহেলগাঁও হামলার নিহতদের স্মরণে উৎসর্গ করেন এবং ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুনঃ IND vs PAK: পাকিস্তানের সঙ্গে পরের ম্যাচে কী করবে ভারত? ‘বুক ঠুকে’ আগে থেকেই জানিয়ে দিলেন অধিনায়ক!
এই ঘটনার পর পাকিস্তান-ভারত ক্রিকেট দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দুই দেশের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার জন্য কঠোর নিয়ম ও ব্যবস্থাপনা জরুরি বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে মহম্মদ ইউসুফের এহেন নোংরা ও করুচিকর মন্তব্য ভারত অধিনায়ককে নিয়ে তা বিতর্কের আগুনে ঘৃতাহুতি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।