এখন পর্যন্ত এই টুর্নামেন্টে উভয় দলই একটি করে ম্যাচ খেলেছে—যেখানে ভারত তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, আর পাকিস্তানকে প্রথম ম্যাচে হারতে হয়েছে। এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত দিচ্ছেন। এবার যুবরাজ সিংও তার ভবিষ্যদ্বাণী জানিয়েছেন। যুবরাজ বলেন, “রোহিত শর্মা যদি ফর্মে থাকেন, তাহলে ৬০ বলেই সেঞ্চুরি করতে পারেন। একবার তিনি ছন্দ পেয়ে গেলে শুধু চারের ওপর নির্ভর করেন না, ছক্কা মেরেও খেলাকে এগিয়ে নিয়ে যান। রোহিত ছোট ফরম্যাটের ক্রিকেটে ভয়ঙ্কর।”
তিনি আরও বলেন, “যদি কেউ রোহিতের সামনে ঘণ্টায় ১৪৫-১৫০ কিমি গতিতে বল করে, তাহলেও তিনি সহজেই হুক শট খেলতে পারেন। তার স্ট্রাইক রেট সাধারণত ১২০ থেকে ১৪০-এর মধ্যে থাকে। আর যখন তার দিন হয়, তখন তিনি একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন।”
আরও পড়ুন: হার…হার…হার! বাংলাদেশকে পেলেই হারায় ভারত! ‘জুজু’ নেই, শান্তিতে শান্তরা!
রোহিত শর্মা ধীরে ধীরে ফর্মে ফিরছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। এবার পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে রোহিত শর্মার রেকর্ড দারুণ। এখন পর্যন্ত তিনি পাকিস্তানের বিপক্ষে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে ৮৭৩ রান করেছেন। এই সময়ে তার ব্যাট থেকে ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি এসেছে। এবার পাকিস্তানের বিপক্ষে আরও একটি দুর্দান্ত ইনিংস দেখার আশায় আছেন ক্রিকেটপ্রেমীরা!