ভারত টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্য়াচ না হেরে ফাইনালে পা রেখেছে। অন্যদিকে, পাকিস্তান ৬ ম্য়াচের মধ্যে চারটে জিতেছে। এরই মধ্যে দুবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এশিয়া কাপে ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলবে।
এবার জেনে নেওয়া যাক, এই ম্য়াচ আপনি কীভাবে একেবারে ফ্রি’তে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন! ২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ আজ, ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুয়ায়ী রাত আটটা থেকে এই ম্য়াচ শুরু হবে। টস সন্ধে সাড়ে ৭টায়।
advertisement
২০২৫ এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব সোনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে। ম্য়াচের লাইভ স্ট্রিমিং Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। তবে আপনি ফ্রি’তে এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ উপভোগ করতে পারবেন। ডিডি স্পোর্টসে (DD Sports) এই ম্য়াচের সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন- ‘আদালতে’ তোলা হল সূর্যকুমার যাদবকে, পাকিস্তানের ষড়যন্ত্র টিকল না!
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত – সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
পাকিস্তান – সলমান আলি আগা, আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সলমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম।