টেস্টের কথা ধরে রিকি পন্টিং ক্রিকেটার হিসেবে ১০৮ টি ম্যাচ জিতেছিল৷ ওয়ান ডে -তে তার নামে ২৬২ টি জয় রয়েছে৷ কিন্তু টি টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ৭ টি জয় পেয়েছেন৷ বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০ টি ম্যাচ, ওয়ানডে তে ১৫৩ টি জয়, এবং টি টোয়েন্টি ৫৯ টি জয় পেয়েছেন৷ বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে এটা রেকর্ড (Virat Kohli Record)৷
advertisement
আরও পড়ুন - Virat and Anushka: আঁটোসাঁটো পোশাক, শরীরে যৌবনের জোয়ার, অনুষ্কা শর্মার ভাইরাল ছবিতে বিরাট যা লিখলেন
সচিনের নামে ৭২ টি টেস্ট জয়ের রেকর্ড
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতের পক্ষ থেকে সবচেয়ে বেশি টেস্ট জয় করা ক্রিকেটার৷ তিনি ৭২ টি টেস্ট ম্যাচে জিতেছেন৷ ২৩৪ টি ওয়ানডে জয় পেয়েছেন তবে টি টোয়েন্টিতে তিনি মাত্র ১ টি ম্যাচ জিতেছেন৷ মহেন্দ্র সিং ধোনি -র কথা বললে টেস্টে ৩৬ টি ম্যাচ, ওয়ানডে -তে ২০৫ টি ম্যাচ, টি টোয়েন্টিতে ৫৭ টি ম্যাচ জিতেছেন৷
আরও পড়ুন - IND vs NZ: কী মজার কাণ্ড, বাবা-র জার্সিতে চেতেশ্বর পূজারার ছোট্ট মেয়ে, ছবি ভাইরাল
শোয়েব মালিক সবচেয়ে বেশি ৮৬ ম্যাচ জিতেছে
টি টোয়েন্টি আন্তর্জাতিকের কথা অনুযায়ি পাকিস্তানের শোয়েব মালিক () সবচেয়ে বেশি ৮৬ টি জয়ের রেকর্ড রয়েছে৷ ওয়ানডে তে তিনি ১৫৬ টি জয় করেছেন কিন্তু টেস্টে মাত্র ১৩ ম্যাচই জিতেছেন৷ রোহিত শর্মার কথা বললে টি টোয়েন্টি -তে ৭৮ টি ম্যাচে জয়, ১৩৮ টি টেস্ট এবং ২৪ টি ম্যাচে জিতেছেন৷