প্রথম ইনিংসে শূন্য রান করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দূরে ছিলেন, যা করলে তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০০ রানের মালিক হওয়া থেকে৷ সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকরের পরে সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বিরাট৷
তেন্ডুলকর যিনি ২০১৩ তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান৷ তিনি ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সর্বাধিক রানের মালিক৷ তিনি নিজের কেরিয়ার ২০০ টেস্টে তিনি ১৫.৯২১ রান করেন৷
advertisement
আরও পড়ুন – Cyclone Alert: সাইক্লোনের নতুন আতঙ্ক, টার্গেট কি ওড়িশা উপকূল, বঙ্গোপসাগরে ফের কোন অশনির আশঙ্কা
দ্রাবিড় এই তালিকায় দ্বিতীয় , তাঁর রান ১৩,২৬৫ রান, ১৬৩ টেস্টে করেন৷ তাঁর পরে রয়েছেন সুনীল গাভাসকর , তাঁর রান ১২৫ টেস্টে ১০,১২২৷ এদিকে এঁদের সকলের তুলনায় সবচেয়ে স্লো হলেন বিরাট, তিনি ১৯৭ ইনিংসে ৯০০০ রানের মাইলস্টোনে পৌঁছলেন৷
টেস্টে সবচেয়ে বেশি রান (ভারতীয়)
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) – ১৫৯২১
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) –১৩২৬৫
সুনীল গাভাসকর (Sunil Gavaskar) – ১০১২২
বিরাট কোহলি (Virat Kohli) – ৯০১৭
ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) – ৮৭৮১
৩৫ বছরের ব্যাটার ৩১ টি হাফ সেঞ্চুরি মেরেছেন৷ এদিন ভারত যখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের বিশাল ৪০২ রানের তাড়া করতে নেমেছিল তখন তিনি নিজের ৩১ তম অর্ধশতরান করে ফেলেন৷
বর্তমানে যে ক্রিকেটাররা এই মুহূর্তে ক্রিকেট খেলছেন তাঁদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী যাঁরা আছেন তাঁদের মধ্যে দ্বিতীয়৷ জো রুট রয়েছেন কোহলির সামনে৷ তাঁর রান ১২,৭১৬৷ আর সবচেয়ে বেশি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন ১৮ তম স্থানে৷