মঙ্গলবার ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ একদিনের ম্যাচে ভারত দারুণ জয় পেয়েছে৷ কিন্তু এই জয়ের খবরের কিছুক্ষণ বাদেই ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের চোটের খবর সামনে এসেছে৷ গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া সিরিজের আগে তিনি চোটের কারণে ছিটকে গিয়েছিলেন৷ বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্সের সুবাদে নির্বাচকরা তাঁকে দলে বেছেছিলেন৷ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর খেলা নিয়ে প্রশ্ন রয়েছে৷ এই সিরিজের দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সহ অধিনায়ক সূর্যকুমার যাদব৷ ওপেনার হিসেবে শুভমান গিল, ইশান কিষাণ. পৃথ্বী শ৷
advertisement
InsideSport -র সঙ্গে সাক্ষাৎকারে বিবিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘হ্যাঁ ঋতুরাজ কব্জিতে চোটের কারণে এনসিএ তে আছেন৷ এখনও আমরা জানি না চোটটা কতটা গভীর৷ কিন্তু এখন সিরিজে খুব বেশি নেই৷ ফলে সিরিজে ফিরে আসা মুশকিল৷ তাঁকে স্ক্যান করা হবে, একবার রিপোর্ট এলে তখনই এই বিষয়ে কোনও কথা বলতে পারব৷ আমাদের হাতে এখন দলের ৪-৫ ওপেনার রয়েছে৷ এখন নির্বাচকদের ওপর ওঁর জায়গায় কার নাম দেবেন৷’’
আরও পড়ুন - KL Rahul-Athiya Shetty Wedding: সেলিব্রিটি দম্পতি কোটি কোটি টাকার গিফট! অডি থেকে ঘড়ি কী নেই তালিকায়
ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেলা ২৭ জানুয়ারি রাঁচিতে খেলা হবে৷ দ্বিতীয় ম্যাচ ২৯ জানুয়ারি লখনউতে খেলা হবে৷ শেষ টি টোয়েন্টি ম্যাচ ১ ফেব্রুয়ারি আহমেদাবাদে খেলা হবে৷
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমান গিল, রতুরাজ গায়কোয়াড় (এনসিএতে গেছেন), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিভম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার৷