TRENDING:

ভারতীয় দল পেল 'নতুন দানব'! দানবীয় ব্যাটিং তান্ডবে মন জয় করে নিলেন সকলের

Last Updated:

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারলেও ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন শিবম দুবে। বুধবার বিশাখাপত্তনমের ভারত ৫০ রানে হেরে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারলেও ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন শিবম দুবে। বুধবার বিশাখাপত্তনমের ভারত ৫০ রানে হেরে যায়। কিন্তু ২১৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুবের বিধ্বংসী ব্যাটিং দর্শকদের মুগ্ধ করে। মুম্বইয়ের এই ব্যাটিং অলরাউন্ডার মাত্র ২৩ বলে ৬৫ রান করেন। এবং একাই ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন।
News18
News18
advertisement

দুবের ঝোড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি বিশাল ছক্কা। মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি। তাঁর আগ্রাসী ব্যাটিং এক সময় মনে করিয়ে দেয়, ভারত হয়তো অসম্ভবকে সম্ভব করে ফেলবে।

advertisement

দুবে হাফ-সেঞ্চুরি করার পর আইপিএল দল রাজস্থান রয়্যালস তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করে। X-এ শেয়ার করা সেই পোস্টে দুবের দুটি ছবি ছিল—একটিতে তিনি ব্যাট তুলে ধরছেন, অন্যটিতে ছক্কা মারছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, “New match. New daanav.” এই চার শব্দের বার্তাটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দুবের ইনিংসের প্রশংসা আরও ছড়িয়ে পড়ে।

advertisement

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড এখনও যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১২ বলে ৫০ করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা, যিনি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন। বিশ্ব রেকর্ডটি অবশ্য নেপালের দীপেন্দ্র সিং আইরির, যিনি মাত্র ৯ বলে ৫০ রান করেন।

আরও পড়ুনঃ Gautam Gambhir: গৌতম গম্ভীরকে সরানোর পরিকল্পনা করছে বিসিসিআই? অনস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
হালকা শীতের রাতে গাড়ি দাঁড় করিয়ে 'এই দোকানের' রুটি-তড়কা খান!লা জাবাব, হাত চাটতে থাকবেন
আরও দেখুন

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব দুবের প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, দুবের সঙ্গে যদি আর একজন ব্যাটার দাঁড়াতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সূর্যের মতে, এমন বড় রান তাড়ার সময় এক বা দুটি ভালো জুটি ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় দল পেল 'নতুন দানব'! দানবীয় ব্যাটিং তান্ডবে মন জয় করে নিলেন সকলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল