দুবের ঝোড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি বিশাল ছক্কা। মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি। তাঁর আগ্রাসী ব্যাটিং এক সময় মনে করিয়ে দেয়, ভারত হয়তো অসম্ভবকে সম্ভব করে ফেলবে।
advertisement
দুবে হাফ-সেঞ্চুরি করার পর আইপিএল দল রাজস্থান রয়্যালস তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করে। X-এ শেয়ার করা সেই পোস্টে দুবের দুটি ছবি ছিল—একটিতে তিনি ব্যাট তুলে ধরছেন, অন্যটিতে ছক্কা মারছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, “New match. New daanav.” এই চার শব্দের বার্তাটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দুবের ইনিংসের প্রশংসা আরও ছড়িয়ে পড়ে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড এখনও যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১২ বলে ৫০ করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা, যিনি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন। বিশ্ব রেকর্ডটি অবশ্য নেপালের দীপেন্দ্র সিং আইরির, যিনি মাত্র ৯ বলে ৫০ রান করেন।
আরও পড়ুনঃ Gautam Gambhir: গৌতম গম্ভীরকে সরানোর পরিকল্পনা করছে বিসিসিআই? অনস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব দুবের প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, দুবের সঙ্গে যদি আর একজন ব্যাটার দাঁড়াতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সূর্যের মতে, এমন বড় রান তাড়ার সময় এক বা দুটি ভালো জুটি ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিতে পারে।
