TRENDING:

Rahul Dravid: রাহুল দ্রাবিড় কানপুরের গ্রাউন্সম্যানকে দিয়েছেন ৩৫ হাজার টাকা, মন ছুঁয়ে গেল মুহূর্তেই

Last Updated:

IndVsNz|Rahul Dravid|1st Test Match|Kanpur Green Park Stadium: ফের রাহুল দ্রাবিড় প্রমাণ করলেন কেন তিনি এত নিরপেক্ষ, কেন তিনি এত নির্লিপ্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিরল কীর্তিতে ফের একবার প্রমাণিত হল ক্রিকেট ভদ্রলোকের খেলা ৷ কেনান শিব কুমাররে (Shiv Kumar) নেতৃত্বে কানপুরের (Kanpur) গ্রীনপার্ক (Green Park) স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৷
রাহুল দ্রাবিড় ৷ ফাইল ছবি ৷
রাহুল দ্রাবিড় ৷ ফাইল ছবি ৷
advertisement

আরও পড়ুন : Viral Video: নিজে জানাননি, কিন্তু ‘এই’ সুন্দরী ফাঁস করলেন Shardul Thakur Engagement-র ভিডিও

কিন্তু দারুণ পিচ তৈরির জন্য রাহুল দ্রাবিড় কর্মচারীদের ব্যক্তিগত ভাবে ৩৫,০০০ টাকা সাম্মানিক দিয়েছেন ৷ ভারতীয় বংশভূত এজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra) সোমবার কানপুর টেস্টে দারুণ খেলেছেন শেষ উইকেটে লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে আয়োজক দেশের কাছে নিশ্চিত হার থেক নিউজিল্যান্ডকে বাঁচিয়েছেন ৷

advertisement

আরও পড়ুন : India vs NZ: রবীন্দ্র জাদেজার জাদুতেও কামাল হল না, রচিন রবীন্দ্রর ব্যাটে প্রথম টেস্ট ড্র

উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (UPCA) খেলার পরে প্রেসবক্সে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় গ্রাউন্সম্যানদের কাজে খুশি হয়ে ৩৫,০০০ টাকার সম্মানিক পুরস্কার দিয়েছেন ৷ ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) চিরকালই নিরপেক্ষতার সঙ্গে নিজের খেলা খেলতেন ৷ সেই ধারাবাহিকা আজও বজায় রাখলেন রাহুল (Rahul Dravid) পিচ এমতটাই ভাল ছিল যে পঞ্চম দিনেও ব্যাটসম্যান ও বোলারদের জন্য সমান ভাবেই উপাদান ছিল ৷

advertisement

আরও পড়ুন :  Cricket: India vs South Africa series: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পাশে সে দেশের সরকার, জোড়া বায়ো বাবল তৈরি করছে প্রোটিয়া বোর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই পিচে সুন্দর টেকনিক দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, টম লাথম, উই ইয়ং ব্যাটম্যানেরা রান করেছন অন্যদিকে টিম সাউদি, কাইল জেমিসন, ভারতীয় টপ অর্ডারকে নাজেহাল করেছে ৷ এই পিচ থেকে ভারতীয় স্পিনারেরা বিশেষ সুবিধা পেয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid: রাহুল দ্রাবিড় কানপুরের গ্রাউন্সম্যানকে দিয়েছেন ৩৫ হাজার টাকা, মন ছুঁয়ে গেল মুহূর্তেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল