গাভাসকার। তারপর ছোট্ট উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ মেনেই মুম্বই টেস্টে সফল কর্নাটকের ময়াঙ্ক(Mayank Agarwal player of the series)। পাশাপাশি নতুন কোচ রাহুল দ্রাবিড়কে ছোটবেলা থেকে চেনেন কর্নাটকের হয়ে খেলার সুবাদে। এখন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় হওয়ায় আরও সুবিধা হয়েছে ময়াঙ্ক আগারওয়ালের।
advertisement
সব রকম অসুবিধা মন খুলে বলতে পারেন। ম্যাচের সেরা হয়ে ময়াঙ্ক জানান রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সিরিজের মাঝে তাকে টেকনিক নিয়ে চিন্তা করতে মানা করেছিলেন। শুধু মানসিক স্থিরতা বজায় রাখা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার পরামর্শ দিয়েছিলেন। আর সুনীল গাভাসকার (Sunil Gavaskar) দিয়েছিলেন ব্যাট নীচু রাখার পরামর্শ। এই দুটো টোটকায় তিনি সফল বলছেন ময়াঙ্ক।
আইপিএল নিলাম শুরু হওয়ার আগে কেন তাকে ধরে রেখেছে পঞ্জাব কিংস তার প্রমান দিলেন ময়াঙ্ক আগারওয়াল। এমনি এমনি তার দাম ১২ কোটি ওঠেনি। চাপের মুখে দাঁড়িয়ে যে ইনিংস উপহার দিলেন, তা দেখে প্রশংসায় মেতেছেন সুনীল গাভাসকার থেকে ভিভিএস লক্ষণের মত প্রাক্তনরা। আগ্রাসী তিনি বরাবর। কিন্তু মুম্বই টেস্টে প্রথম ইনিংস পরিস্থিতি অনুযায়ী খেলা। দলের প্রয়োজন বুঝে উইকেটে পড়ে থাকা।
মুম্বই টেস্টে প্রথম একাদশে তাঁর থাকা নিয়ে জল্পনা চলছিল। লোকেশ রাহুল ও রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলায় ময়াঙ্ক চলতি সিরিজে নিজেকে প্রমাণ করার আরও একটু সুযোগ পান। তার পূর্ণ সদ্ব্যবহার করে টেস্টে চতুর্থ শতরান হাঁকালেন। দ্বিতীয় ইনিংসেও করলেন গুরুত্বপূর্ণ ৬২। বুঝিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে দলে নিজের জায়গা পাকা করতে তাকেও ভাবনার মধ্যে রাখতে হবে নির্বাচকদের।
ময়াঙ্ক শট খেলতে পছন্দ করেন। বোলারদের মাথায় চড়তে দিতে চান না। টেকনিক উন্নত করতে হবে জানেন। কিন্তু সেটা নিয়ে পরে ভাববেন। তিনি মূলত হ্যান্ড আই কোঅর্ডিনেশন ব্যাটসম্যান। ফলে মারার বল পেলে তিনি ছাড়েন না। তবে টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে তার ভূমিকা কী হওয়া উচিত, সেটা তার কাছে আগের থেকে পরিষ্কার।
নিউজিল্যান্ডের প্যাটেল, সাউদি, জেমিসনদের বিরুদ্ধে আলাদা গেমপ্ল্যান ছিল তার। দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। অতীতে অস্ট্রেলিয়ায় গিয়ে সফল হওয়ার নজির আছে। পেস এবং বাউন্স সামলাতে পারেন ময়াঙ্ক। তবে সমস্যায় পড়েন সুইং বোলারদের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার দুই পেসার রাবাডা এবং নখিয়া কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করবেন। ময়াঙ্ক অবশ্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।