TRENDING:

IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ

Last Updated:

IND vs NZ: মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধরমশালা: নিউজিল্যান্ড রবিবার ধরমশালাতে রানের পাহাড়ে চড়ে থাকবে এমনটা ভাবছিলেন অনেক ক্রিকেটবোদ্ধা৷ কিন্তু তখনও বোঝা যায়নি মহম্মদ শামি বিশ্বকাপে বেঞ্চে বসে কতটা আগুন নিজের ভিতরে জমিয়ে রেখেছেন৷ এদিন টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়৷
মহম্মদ শামির পাঁচ উইকেট নিউজিল্যান্ডের বিরুদ্ধে - Photo- AP
মহম্মদ শামির পাঁচ উইকেট নিউজিল্যান্ডের বিরুদ্ধে - Photo- AP
advertisement

এদিন শুরুতেই পরপর দুটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় দল৷ ডেভিড কনওয়েকে তুলে নেন মহম্মদ সিরাজ৷ তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান৷ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পান মহম্মদ শামি৷ হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় শামি এদিন প্লেয়িং ইলেভেনের কম্পোজিশনে ঢুকে পড়েন৷ এটা জাস্ট ট্রেলর ছিল৷ তখনও বুঝতে পারেননি ভারতীয় ফ্যানরা৷

advertisement

advertisement

এরপর ড্যারেল মিচেলের শতরান হুড়মুড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ডের স্কোরবোর্ড৷ রাচিন রবিন্দ্রার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর পৌঁছে যায় ১৭৮ রানে৷ ১৯ রানে দু উইকেট খোয়ানো দল তৃতীয় উইকেট হারায় এই সময়ে৷ রবিন্দ্রা ৮৭ বলে ৭৫ রান করে আউট হন৷ এই সময়ে মনে হচ্ছিল ৫০ ওভারে ৩০০-র ওপর স্কোর পার করে দেবে কিউয়িরা৷

advertisement

আরও পড়ুন –  Cyclone Alert: বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে, বড় তোলপাড়ের ইঙ্গিত

কিন্তু মহম্মদ শামির এদিনের প্ল্যানিং একেবারে অন্যরকম ছিল৷ ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৩ রান করে৷ ১৩০ রান করে জাঁকিয়ে বসা মিচেলের উইকেট তুলে নেন মহম্মদ শামি৷ এছাড়াও টেল এন্ডকে ছেঁটে ফেলতে খুব বেশি কাঠখড় পোহাতে হয়নি বঙ্গ পেসারকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফলে মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল