TRENDING:

IND vs NZ: শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রান ভারতের

Last Updated:

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও লকি ফার্গুসন ৩ টি করে উইকেট তুলে নেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অকল্যান্ড:  শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ এবং ধাওয়ান ও শুভমানের অর্ধশতরান সব মিলিয়ে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারতীয় ক্রিকেট দল ৷ এদিন ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত৷
IND vs NZ: India posts 307 runs in 50 overs with 7 wicketes
IND vs NZ: India posts 307 runs in 50 overs with 7 wicketes
advertisement

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও লকি ফার্গুসন ৩ টি করে উইকেট তুলে নেন৷

advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুম করে ফ্লপ সূর্য কুমার যাদব। টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে কিউয়িদের বিরুদ্ধেই দারুণ ফর্মে ছিলেন কিন্তু প্রথম ওডিআইতে মাত্র ৪ রান করে আউট হয়ে যান তিনি। ফ্লপ শো জারি রয়েছে ঋষভ পন্থের। তিনি মাত্র ১৫ রান করেন৷  তবে ব্যাট হাতে ঝকঝকে শিখর ধাওয়ান, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার৷

advertisement

তিন ক্রিকেটারই এদিন অর্ধশতরান করে ফেলেছেন৷ শিখর ধাওয়ান ৭৭ বলে ৭২ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৩ টি চার দিয়ে৷ ৬৫ বলে ৫০ করে আউট হন শুভমান গিল৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি ছক্কা ও একটি চার দিয়ে৷  এদিকে সঞ্জু স্যামসন ৩৬ রান করে আউট হন৷

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

advertisement

আরও পড়ুন -  Weather Update: শীতের ছোট ইনিংস জারি, কলকাতায় আরও নামবে তাপমাত্রা, শীতের নাচন ভালই

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

আরও পড়ুন -  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রান ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল