বিশাখাপত্তনম স্টেডিয়ামে ভারতীয় দলের টি-২০ রেকর্ড যথেষ্ট শক্তিশালী। এই মাঠে ভারত মোট চারটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটিতেই জয় এসেছে। মাত্র একবার হার স্বীকার করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরিসংখ্যান ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট।
এই স্টেডিয়ামে ভারতের সর্বশেষ ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যা অনুষ্ঠিত হয় ২০২৩ সালে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২০৮ রান। জশ ইংলিস সেই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং ভারতকে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করান।
advertisement
তবে লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অসাধারণ লড়াই দেখায়। অধিনায়ক সূর্যকুমার যাদব ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন, পাশাপাশি ইশান কিশানের ৫৮ রানের অর্ধশতরান বড় ভূমিকা রাখে। শেষ বলেই লক্ষ্য পূরণ করে ভারত ২ উইকেটে জয় ছিনিয়ে নেয়, যা বিশাখাপত্তনমে ভারতের শক্তির প্রমাণ দেয়।
ভারতের স্কোয়াড: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, শ্রেয়স আইয়ার, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল
নিউজিল্যান্ডের স্কোয়াড: ডেভন কনওয়ে, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জ্যাকারি ফাউল্কস, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি, জেমস নিশাম, কাইল জেমিসন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, টিম রবিনসন, বেভন জ্যাকবস।
