রবিবারের ইডেনে তাই ভারতের সামনে রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নেওয়ার সুযোগ। মনে করা হচ্ছে, যাঁরা এই সিরিজে এখনও সুযোগ পাননি, তাঁদের এই ম্যাচে দেখে নেওয়া হতে পারে। অধিনায়ক রোহিত নিজে বিশ্রাম নেবেন না। ফলে তিনিই ওপেন করবেন। তাঁর সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। গত আইপিএল-এ কমলা টুপি (সর্বোচ্চ রান) জেতা ঋতুরাজ তাঁর তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইডেনে খেলে ফেলতে পারেন।
advertisement
একটানা খেলে যাচ্ছেন ঋষভ পন্থ। তাঁকে সম্ভবত এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে ঢুকতে পারেন ঈশান কিশন। নতুন বলে সিরাজের সঙ্গী হতে পারেন আবেশ খান। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে এই জোরে বোলারের। এবারের আইপিএল-এ তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আবেশকে কলকাতার মাঠে খেলানো উচিত মনে করেন গৌতম গম্ভীর। ইডেনের উইকেটে গতি এবং বাউন্স সাহায্য করবে তাঁকে।
গম্ভীর জানিয়েছেন ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে ইডেন গার্ডেন্সে আবেশ খানকে সুযোগ দিক ভারত। উচ্চতা ভাল, বলে গতি রয়েছে। ইডেনের উইকেট আদর্শ এই তরুণ পেসারের জন্য। যেহেতু কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন তিনি, তাই ইডেনের উইকেটের চরিত্র সম্পর্কে ধারণা আছে গৌতমের। তিনি আশাবাদী আইপিএলে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আবেশ। দিল্লির হয়ে রাবাডা এবং নোখিয়ার মত ফাস্ট বোলারদের পরামর্শ পেয়েছেন তিনি। সুযোগ পেলে আবেশ নিজেকে প্রমাণ করবেন আশাবাদী গম্ভীর।
এই প্লাটফর্ম তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ মনে করেন ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান। পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড় প্রতিদিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন মনে করেন গম্ভীর। মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান আগামীদিনের সুপারস্টার। টেকনিক্যালি ঋতুরাজের মত উন্নত ব্যাটসম্যান খুব কম দেখেছেন জানিয়েছেন গম্ভীর।