পুণেতে ভারতীয় দলের একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা ছিল। ভারতীয় দলে তিনটি বড় পরিবর্তন হয়েছে। বাদ পড়েছে মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও কেএল রাহুল। দলে এসেছেন শুভমান গিন, আকাশ দীপ, ওয়াশিংটন, সুন্দর। টস জিতে প্রথমে ব্যাটিং নিতে কোনও ভুল করেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথম সেশনে দুই দলের ব্যাটে-বলে হল জোর টক্কর।
advertisement
টস জিতে ব্যাট করতে নেমে ঠান্ডা মাথায় শুরু করেন দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করেন দুজনে। তারপর নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ১৫ রান করে অশ্বিনের বলে এলবিডব্লুউ আউট হয়ে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। এরপর ইনিংসের রাশ কিছুটা ধরেন কনওয়ে ও উইল ইয়ং।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর বাদ দিচ্ছে ৫ সুপার স্টার ম্যাচ উইনারকে! বড় ভুল করবে নাইটরা! জানুন বিস্তারিত
দ্বিতীয় উইকেটে ৪২ রানের পার্টনারশিপ গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৭৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ১৮ রান করে অশ্বিনের দ্বিতীয় শনকার হন উইল ইয়ং। এরপর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনও উইকেট পড়েনি ব্ল্যাক ক্যাপসদের। ৪৭ রান করে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে ও ৫ রানে অপরাজিত রয়েছেন রাচিন রবীন্দ্র। লাঞ্চ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৯২ রানে ২ উইকেট।