এই সিরিজে কোহলির সামনে আরও একটি বড় রেকর্ড হাতছানি দিচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে তাঁর। তিন ম্যাচে মোট ৯৩ রান করতে পারলেই তিনি সচিন তেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন। বর্তমানে কোহলি ৩৩ ইনিংসে ১,৬৫৭ রান করেছেন, আর তেন্ডুলকার ৪১ ইনিংসে করেছেন ১,৭৫০ রান। কম ইনিংসে এই রেকর্ড গড়ার সুযোগ কোহলির ধারাবাহিকতা ও দক্ষতারই প্রমাণ।
advertisement
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডে থেকে শুরু করে আন্তর্জাতিক ও ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট মিলিয়ে তাঁর টানা ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪* রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি শতরান এবং একটি অপরাজিত ৬৫ রান তাঁর ফর্মের প্রমাণ। এছাড়া এক দশকের বেশি সময় পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে ফিরে তিনি খেলেছেন ১৩১ ও ৭৭ রানের দুটি ম্যাচজয়ী ইনিংস।
আরও পড়ুনঃ IND vs NZ: দলে একসঙ্গে ৩ অলরাউন্ডার! কারা বাদের তালিকায়? প্রথম ওডিআইতে ভারতীয় দলে মেগা চমক!
নিউজিল্যান্ড সিরিজটি কোহলির জন্য রেকর্ড গড়ার আদর্শ মঞ্চ বলেই মনে করা হচ্ছে। লোড ম্যানেজমেন্ট ও চোটের কারণে কিউইদের প্রথম সারির বেশিরভাগ বোলার এই সিরিজে অনুপস্থিত। ফলে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ, বিশেষ করে বিরাট কোহলি, বড় রান করার সুযোগ পেতে পারেন। ক্রিকেটপ্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরও এক স্মরণীয় কোহলি অধ্যায়ের জন্য।
