এই দিন ম্যাচের শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ওপেনিং ব্যাটাররা।
অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা ৩০ রান করে আউট হন। অন্যদিকে, ঘরের মাঠে তেমন কিছুই করতে পারেন নি সঞ্জু। এইদিন মাত্র ৬ রানেই বেভনের হাতে ক্যাচ জমা দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
এরপরেই ক্রিজে নামেন ইশান কিষাণ। এবং তারপরেই শুরু হয় ঝোড়ো ব্যাটিং। তাঁকে যোগ্য সঙ্গত দেন সূর্যকুমার যাদবও। তাঁর ৩০ বলে ৬৩ রানে ভর করে সহজেই ১০০ রান পার করে ভারত। তিনি স্টাম্পড হয়ে ফিরলেও। নিজের লক্ষ্য থেকে সরেননি ইশান। দুই ছক্কা মেরে নিজের শতরান শেষ করে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ জমা দেন তিনি।
advertisement
এরপরেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং। ম্যাচের শেষ লগ্নে বিশাল বড় ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ জমা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক। তিনি করেন ১৭ বলে ৪২। ক্রিজে শেষ পর্যন্ত ছিলেন রিঙ্কু সিং এবং শিভম দুবে। ততক্ষণে রানের পাহাড় গড়ে ফেলেছে ভারত। আর এই রান তাড়া করা কিউয়িদের পক্ষে যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শেষ বলে ছয় মেরে ইনিংস শেষ করেন শিভম দুবে। ভারতের স্কোর ২৭১। নিউজিল্যান্ডের লক্ষ্য ২৭২।
