ভয় তো দূরের কথা উল্টো ব্যাট হাতে ব্রিটিশ তারকা পেসারকেই একপ্রকার শাসন করলেন যশস্বী জয়সওয়াল। আরও একবার বুঝিয়ে দিলেন যে আগামীর মহাতারকা তিনি। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি করার পরই যশস্বীকে নিয়ে ধন্য ধন্য করেছিল ক্রিকেট বিশ্ব। আর বিশাখাপত্তনমের পর রাজকোটেও এল যশ্বসীর ব্যাটে ডাবল সেঞ্চুরি। একইসঙ্গে অ্যান্ডারসনকে পরপর ৩টি ছয় মেরে বুঝিয়ে দিলেন তাঁর ‘গাটস’ কতটা।
advertisement
তখনও দ্বিশতরান হয়নি যশশ্বী জয়সওয়ালের। ৮৫তম ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে অ্যান্ডারসনকে পরপর তিনটি ছক্কা হাঁকান যশস্বী। ফাইন লেগ, একস্ট্রা কভার আর তিন নম্বরটি অ্যান্ডারসনের মাথার উপর দিয়ে মাঠের বাইরে পাঠান তিনি। যশস্বীর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে কোনও জবাব ছিল না জিমি অ্যান্ডারসনের। সেই ওভারে মোট আসে ২১ রান।
আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: মাত্র ২২ বছরে পরপর টেস্টে ডাবল সেঞ্চুরি, ইতিহাসের পাতায় যশস্বী জয়সওয়াল
প্রসঙ্গত, রাজকোটে দ্বিতীয় ইনিংসে শনিবারও শতরান করেছিলেন যশস্বী। কিন্তু সেঞ্চুরির পর পিঠে টান লাগার কারণে বেশি সময় ব্যাট করতে পারেননি। চতুর্থ দিনে মাঠে মাঠে নেমে মারকাটারি ব্যাটিং করেন যশস্বী। শেষ পর্যন্ত ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। ১৪টি চার ও ১২টি ছয়ে মারেন ইনিংসে। এই দ্বিশতরানের সৌজন্যে নজিরও গড়েন যশস্বী। বিনোদ কাম্বলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী জয়সওয়াল।