ম্যাচ চলাকালীন বেন স্টোকসের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের প্রথম সেশনে করুন নায়ারের সঙ্গে পার্টনারশিপের সময় জয়সওয়াল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে বচসায় জড়ান। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় স্টোকস জয়সওয়ালকে কিছু বলছেন। আসলে যখন জয়সওয়াল স্টোকসের একটি বল থেকে একটি সিঙ্গল নেন, তখন স্টোকস তাকে কিছু বলতে শোনা যায়, যা স্টাম্প মাইকে রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায় স্টোকস তেড়ে গেলে পাল্টা দেন যশস্বীও।
advertisement
জয়সওয়াল লিডসে ২০ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টেও যখন ভালো শুরু করেন যশস্বী তখন তার মাথা গরম করানোর চেষ্টা শুরু করে ইংল্যান্ড। বেন স্টোকস একবার নয় একাধিকবার যশস্বীর সঙ্গে বিবাদে জড়ান। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয়। তবে যশস্বীর পাল্টাকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় ফ্যানেরা।
প্রসঙ্গত, এদিন সেঞ্চুরি মিস করার পাশাপাশি ১০ রানের জন্য় বড় রেকর্ড হাতছাড়া হয় যশস্বী জয়সওয়ালের। সুনীল গাভাসকরের ৪৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে ২০০০ রান করা সবচেয়ে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হতে পারতেন। গাভাসকর মার্চ ১৯৭১-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে টেস্টে অভিষেক করেছিলেন। তিনি এপ্রিল ১৯৭৬-এ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে তার ২৩তম টেস্টে টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।