সচিন তেন্ডুলকর শুভমান গিলের নেতৃত্বে ভারতের প্রথম টেস্ট জয়ের জন্য বিশেষ অভিনন্দন জানিয়েছেন। এই ম্যাচে শচীনের হৃদয় জয় করেছেন আকাশদীপ। সোশ্যাল মিডিয়ায় সচিন গিল ছাড়াও ঋষভ পন্থ, কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজার প্রশংসা করেন এবং মহম্মদ সিরাজকে জশ টংয়ের অসাধারণ ক্যাচ নেওয়ায় বিশেষ অভিনন্দন জানান। তিনি লিখেছেন, “অভিনন্দন শুভমান গিল, ভারতকে অসাধারণ টেস্ট জয় এনে দেওয়ার জন্য! ঋষভ পন্থ, কে এল রাহুল এবং রবীন্দ্র জাডেজা বিশেষ করে দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছেন।”
advertisement
সচিন আরও লিখেছেন, “বোলাররা যেভাবে সঠিক লেংথে বল করেছেন, তা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। বলার অপেক্ষা রাখে না, আকাশদীপ ছিলেন সবচেয়ে চমৎকার বোলার এবং আমার মতে তিনি জো রুটকে সিরিজের সেরা বলটি করেছিলেন। মহম্মদ ‘জন্টি’ সিরাজ যেভাবে ক্যাচটি নিয়েছেন, তা ছিল অসাধারণ।”
বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন “এজবাস্টনে ভারতের দুর্দান্ত জয়। নির্ভীক ছিল দল এবং ইংল্যান্ডকে চাপে রেখেছে প্রতিটি মুহূর্তে। ব্যাট হাতে ও মাঠে দারুণ নেতৃত্ব দিয়েছে শুভমান, এবং প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় সিরাজ ও আকাশের কথা — এই পিচে যেভাবে তারা বোলিং করেছে, সেটা অসাধারণ।”
প্রসঙ্গত বার্মিংহাম টেস্ট জিতে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল। ১০ জুলাই থেকে শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। লর্ডসে বিজয় পতাকা উড়িয়ে সিরিজে লিড নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া